corona virus btn
corona virus btn
Loading

সম্পর্ক ভাঙছে রণবীর-দীপিকার ?

সম্পর্ক ভাঙছে রণবীর-দীপিকার ?
Instagram

তাহলে কী ধরে নিতে হবে রণবীর নামেই কোনও গণ্ডগোল ! তা ‘বি’ হোক বা ‘ভি’ ৷

  • Share this:

#মুম্বই: তাহলে কী ধরে নিতে হবে রণবীর নামেই কোনও গণ্ডগোল ! তা ‘বি’ হোক বা ‘ভি’ ৷ দীপিকার কপালে কি এই নামে কোনও পুরুষই বেশি দিন টেকে না ? নাকি এটাও একটা প্রেমের পর্ব ? প্রশ্ন অনেক ৷ আর হবে নাই বা কেন? যে নায়িকা কিনা বলিউডে এখন এক নম্বর ৷ বক্স অফিসে একের পর এক ছবি ৷ সেই দীপিকার প্রেম জীবন নিয়ে উৎসাহ তো থাকবেই সবার ৷ তারও ওপর এক রণবীরকে ছেড়ে যখন, অন্য রণবীরের হৃদয়ে ঝড় তুললেন, তখন তো পুরো ব্যাপারটা নিয়ে জলঘোলা হবেই !

নতুন জলঘোলা অনুযায়ী, রণবীর-দীপিকার নাকি সম্পর্কে এসেছে ভাঙন ৷ তাও আবার নতুন ছবি পদ্মাবতীর মুক্তির আগে ৷ তা হঠাৎ এই খবর রটল কেন?

সম্প্রতি মুক্তি পেয়েছে পদ্মাবতীর থ্রিডি ট্রেলার ৷ আর এই অনুষ্ঠানেই রণবীর ও দীপিকার মধ্যে দেখা গেল এক ঠান্ডা সম্পর্ক ৷ অন্যান্য অনুষ্ঠানে রণবীর ও দীপিকা একসঙ্গেই আসেন ৷ কিন্তু এবারটায় হল উল্টো ৷ রণবীর একাই এলেন, আর অনুষ্ঠান শেষ হওয়ার কিছু মিনিট আগে এসে পৌছলেন দীপিকা ৷ দু’জনের মধ্যে খুব একটা কথাবার্তাও দেখা গেল না !

তবে ইন্ডাস্ট্রির লোকজন এ সব দেখে বলছেন, সবই আসলে পদ্মাবতীর প্রোমোশন ৷ আর সেই কারণেই রিয়েল লাইফেও প্রেম ভাঙার অভিনয় করছেন রণবীর ও দীপিকা !

First published: November 3, 2017, 3:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर