মুম্বই: ফিফায় ডাক পড়েছিল আগেই। এ বার আরও একবার বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করবেন দীপিকা পাড়ুকোন। এ বার অস্কারের মঞ্চে দেখা যাবে অভিনেত্রী। 'পাঠান'-এর সাফল্যের রেশ না কাটতেই আরও এক নতুন পালক দীপিকার মুকুটে।
৯৫তম অস্কার ঘোষিত হবে ১২ মার্চ। ভারতে সেই অনুষ্ঠান দেখা যাবে এক দিন পর অর্থাৎ ১৩ মার্চ। সেরা পরিচালক, অভিনেতা থেকে কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে উঠবেন দীপিকা। সেই অনুষ্ঠানে তাঁকে সঙ্গ দেবেন এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোস, স্যামুয়েল এল জ্যাকশন, ডোয়েন জনসনের মতো তারকারা।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা! জটিল অস্ত্রোপচার বিশ্বসুন্দরীর, এখন কেমন আছেন
আরও পড়ুন: অরিজিতের কনসার্টে কমল হাজার হাজার দর্শকাসন! শিলিগুড়ির শো-এর টিকিট পাবেন কোথায়
হলিউডে এখনও পর্যন্ত একবারই কাজ করেছেন দীপিকা। তবে বিশ্বজুড়ে তাঁর উপস্থিতি উজ্জ্বল। তবে এই প্রথম নয়, ভারতীয় হিসেবে গত বছরে অস্কার বিতরণের মঞ্চে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।
এ বার অস্কারের জন্য মনোনীত হল ছবির গান 'নাটু নাটু'। ইতিমধ্যেই এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫ তম আকাদেমি অ্যাওয়ার্ডে 'সেরা মৌলিক গান' বিভাগে মনোনীত হয়েছে গানটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone