• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অস্কারের মঞ্চে শ্রীদেবী-শশী কাপুরকে বিশেষ শ্রদ্ধা জানাল হলিউড

অস্কারের মঞ্চে শ্রীদেবী-শশী কাপুরকে বিশেষ শ্রদ্ধা জানাল হলিউড

Osacar

Osacar

সিনেমা মানে না সীমানা ৷ সিনেমার ভাষাগত বিবেধ নেই ৷ সংস্কৃতি আসলে গোটা বিশ্বের মালিকানা ৷

 • Share this:

  #মুম্বই: সিনেমা মানে না সীমানা ৷ সিনেমার ভাষাগত বিবেধ নেই ৷ সংস্কৃতি আসলে গোটা বিশ্বের মালিকানা ৷ তাই তো বলিউডের চাঁদনি-র আলো পৌঁছে যায় হলিউডে৷ আর মার্কিন আকাশে জ্বলে ওঠে হিন্দি সিনেমার শশী ! ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ঘটল এমনটাই ৷ সিনে প্রেমিকরা এই মুহূর্তকে বলছেন ‘ঐতিহাসিক’ !

  রবিবার সন্ধেতে ঝলমলে আলোয়, রঙিন পোশাকে সিনেমার ‘সোনালি’ পুরস্কার অস্কারে যখন বুঁদ গোটা হলিউড তথা বিশ্ব ৷ তখন সিনে প্রেমিকরা টেরই পাননি, অস্কারে মঞ্চে ভারতীয় সিনেমার জন্য ঘটতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত ৷ এ বছরে বিশ্ব সিনেমা তারকাদের স্মৃতিতে ভরে উঠল অস্কার মঞ্চ ! যার মধ্যে স্থান পেলেন শ্রীদেবী ও শশী কাপুর ৷ ভারতীয় সিনেমায় অবদানের জন্য অস্কারে শ্রদ্ধা জানানো হল এই দুই ভারতীয় অভিনেতাকে ৷ স্ক্রিনে ভেসে উঠল শ্রীদেবী ও শশী কাপুরে নাম, সিনেমার দৃশ্য৷ হাততালিতে ভরে উঠল ডলবি থিয়েটার !

  সেই ছবি ও ভিডিও ট্যুইটারে শেয়ারও করলেন ঋষি কাপুর ৷ ধন্যবাদ জানালেন, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে ৷

  First published: