corona virus btn
corona virus btn
Loading

ইরফান খানের স্মৃতিতে সুতপার আবেগঘন পোস্ট, তোমার সঙ্গে ফের দেখা হবে, প্রত্যয়ী স্ত্রী

ইরফান খানের স্মৃতিতে সুতপার আবেগঘন পোস্ট, তোমার সঙ্গে ফের দেখা হবে, প্রত্যয়ী স্ত্রী
স্ত্রী সুতপার সঙ্গে ইরফান খান ৷ ফাইল ছবি ৷

ইরফান খানের প্রয়াণের এক মাস হয়েছে, স্ত্রীর আবেগে মননে এখনও স্বামীর বসবাস

  • Share this:

#মুম্বই: সময় অতি দ্রুত এগিয়ে যায় ৷ বোঝাই যায়না কোথায় থেকে সময় কেটে যায় ৷ এই তো সেদিনের কথা ৷ ইরফান খানের স্মৃতি রোমন্থনে স্ত্রী সুতপা শিকদারের অকপট স্বীকারোক্তি ৷ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন এক মাস হয়ে গিয়েছে ৷ তবে পরিবার তাঁকে প্রতি মুহূর্ত মনে করে, প্রতি মুহূর্তেই মিস করে ৷ ইরফানের ছেলে বাবাকে স্মরণ করে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে থাকেন ৷

স্ত্রী সুতপা, স্বামীর প্রয়াণের একমাস পরে এমনই এক পোস্ট করেছেন যাতে সোশ্যাল মিডিয়া আবেগে ভেসেছে ৷ ইরফান শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত স্ত্রীর সেবা পেয়েছেন ৷ সুতপার আশা ছিল স্বামী দ্রুত সেরে উঠবেন ও জীবনের মূল স্রোতে ফিরে আসবেন ৷ হয়ত ইরফানের জন্য অন্য কিছুই লেখা ছিল ৷ গত ২৯ এপ্রিল পৃথিবীকে আলবিদা জানিয়েছিলেন ইরফান খান ৷ ইরফান খান চলে যাওয়ার একমাস পরে বেশ কিছু না দেখা ছবি শেয়ার করেছেন স্ত্রী সুতপা ৷ ছবি শেয়ার করে ইরফান পত্নী লিখেছেন 'এখান থেকে বহুদূরে ঠিক আর ভুলের আগে একটি খালি ময়দান ৷

সেখানেই আমাদের দেখা হবে, যেখানে আমাদের আত্মা নিশ্চিন্তে বিশ্রাম নেবে, ক্লান্ত হওয়ার পরে ঘাস ও পৃথিবী শান্তিতে বলবে কথা, এটা শুধুই সময়ের অপেক্ষা, তোমার সঙ্গে দেখা হবে , কথা হবে, আবার যখন আমরা তোমায় পাবো ৷' দুটি ছবি শেয়ার করেছেন সুতপা, যেখানে পার্কে ইরফানের সঙ্গে তিনি ৷ একটি ছবিতে মাঠের ঘাসে একা শুয়ে আছেন ইরফান, অন্য ছবিতে স্ত্রীর সঙ্গে সেলফি তুলছেন ইরফান ৷ ২০১৮ সালের ছবিতে যেন ঝরে পড়ছে স্বামী-স্ত্রীর সম্পর্কের রসায়ন ৷ ইরফান খান ক্যানসারের বিরুদ্ধে বহুদিন লড়েছেন ৷

বিদেশে চিকিৎসার পরে ফিরেছেন দেশে ৷ যখন পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করেছিলেন আবার জীবনের স্বাভাবিক গতিপথে ফিরে আসবেন ইরফান, ঠিক তখনই চিরঘুমে শায়িত হলেন অভিনেতা ইরফান খান ৷

Published by: Arjun Neogi
First published: May 30, 2020, 2:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर