কলকাতা: শোকের ছায়া বলিউডে। বুধবার সকালে অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। তার কয়েক ঘণ্টার মধ্যে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা নীতেশ পাণ্ডে। মাত্র ৫১-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার রাত ২ নাগাদ নাসিকের কাছে ইগতপুরিতে হৃদরোগে আক্রান্ত হন নীতেশ। একটি শ্যুটের কারণে সেখানে যান তিনি। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই মৃত্যু হয় তাঁর। সংবাদমাধ্যমকে নীতেশের শ্যালক বলেন, “আমার জামাইবাবু এই পৃথিবীতে আর নেই। আমার বোন অর্পিতা বিধ্বস্ত। নীতেশের বাবা ইগতপুরিতে গিয়েছেন। আমরা কথা বলার ক্ষমতা হারিয়েছি। বোনের সঙ্গেও কথা বলতে পারিনি।”
আরও পড়ুন: অস্কার জয়ের পর দুঃসংবাদ! প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে, শোকস্তব্ধ রাজামৌলী
আরও পড়ুন; ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
বড় পর্দা থেকে টেলিভিশন, দীর্ঘ কেরিয়ারে একাধিক কাজ করেছেন নীতেশ। ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের সহকারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও ‘দাবাং ২’, ‘খোসলা কা ঘোসলা’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সাম্প্রতিক সময়ে ‘ইন্ডিয়াওয়ালি মা’ এবং ‘অনুপমা’-তে ও অভিনয় করেন নীতিশ। অভিনেতার প্রয়াণে তাঁর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।