Trailer: বড়দিনে ফেলুদা নয়, এবার আসছে প্রফেসর শঙ্কু !

তবে এবার অভ্যাস বদলানোর সময় ৷ এবার ফেলুদা নয়, এবার বড়দিনে আসছে প্রফেসর শঙ্কু !

তবে এবার অভ্যাস বদলানোর সময় ৷ এবার ফেলুদা নয়, এবার বড়দিনে আসছে প্রফেসর শঙ্কু !

  • Share this:

    #কলকাতা: বড়দিন মানেই সিনেমার পর্দায় ফেলুদা ৷ বাঙালি তো এতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল এতদিন ৷ তবে এবার অভ্যাস বদলানোর সময় ৷ এবার ফেলুদা নয়, এবার বড়দিনে আসছে প্রফেসর শঙ্কু ! সন্দীপ রায়ের হাত ধরেই এই প্রথমবার বড়পর্দায় আসতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘প্রফেসর শঙ্কু’ ৷

    পুজোর সময়ই প্রকাশ্যে এসেছিল এই ছবির মোশন পিকচার ৷ আর এবার মুক্তি পেল ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র ছবির ট্রেলার ৷ যেখানে শঙ্কুর চরিত্রে দেখা গেল ধৃতিমান চট্টোপাধ্যায়কে৷

    দেখুন ছবির ট্রেলার---

    First published: