corona virus btn
corona virus btn
Loading

আবির ভিলেন, যিশু নায়ক? প্রশ্ন রাখল ‘বর্ণপরিচয়’

আবির ভিলেন, যিশু নায়ক? প্রশ্ন রাখল ‘বর্ণপরিচয়’
  • Share this:

#কলকাতা: সবাই কেমন যেন পাল্টে গেল ৷ পরিচালক মৈনাক ভৌমিক স্টাইল বদলে ফেললেন, চরিত্র বদলে ফেললেন আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত ৷ তবে এসবের মাঝে নতুন এন্ট্রি নিয়ে ফেলল, বর্ণপরিচয় !

ব্যাপারটা গোলমেলে ঠেকছে ? গোলমেলে লাগারই কথা ৷ কারণ, রহস্য-রোমাঞ্চের ফাঁদে ফেলে এবার চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন মৈনাক ভৌমিক ৷ ছবির নাম ‘বর্ণপরিচয়’ ৷ ছবিতে সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ৷ অন্যদিকে, পুলিশের গোয়েন্দার চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে ৷ জীবন ও মৃত্যর ‘বর্ণপরিচয়’ই এই ছবির গল্প ৷

ছবিতে যিশু ও আবির ছাড়াও রয়েছে প্রিয়াঙ্কা সরকার ৷ ছবিতে সঙ্গীত দিয়েছেন, অনুপম রায় ৷ ছবি মুক্তি পেতে পারে ২৬ জুলাই ৷

দেখুন ছবির ট্রেলার---

First published: June 24, 2019, 3:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर