#ভুবনেশ্বর: ফের শোকের ছায়া দেশের বিনোদন জগতে ৷ ফের সিনে দুনিয়ায় নক্ষত্র পতন৷ এবার প্রয়াত হলেন ওড়িয়া ছবির জনপ্রিয় অভিনেত্রী দীপা সাহু ৷ সোমবার দুপুর নাগাদ ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী ৷ বয়স হয়েছিল ৩৫ !
খবর অনুযায়ী, ৬ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী দীপা ৷ এর মধ্যেই সিনেমার কাজ চালিয়ে যাচ্ছিলেন ৷ চিকিৎসাও চলছিল তাঁর ৷ তবে আর লড়াই চালাতে পারলেন না অভিনেত্রী৷ সোমবারই মৃত্যুর কাছে হার মারলেন দীপা ৷
দীপা শুধুই অভিনেত্রী ছিলেন না ৷ কেরিয়ারের শুরুতে তাঁর মিউজিক অ্যালবাম জনপ্রিয় হয়েছিল ৷ তারপর টেলিভিশনে অভিনয় এবং পরে সিনেমা ৷ দীপা অভিনীত ‘নারী আখিরে নিয়ান’ ছবি খুবই প্রশংসা পেয়েছিল ৷
গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় মোহান্তি ৷ অভিনেত্রী দীপার অকাল মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepa Sahu