#কলকাতা: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷
তবে এবার অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান গান,নাচ বা রান্নার ভিডিও নয়, বরং সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন লকডাউনে নিজের নানা মুডের ছবি৷ ছবি আপলোড করে অবশ্য নুসরত লিখলেন থ্রো ব্যাক পিকচার ! ছবিতে দেখা গেল একেবারেই খোশমেজাজে রয়েছেন নুসরত ৷ কখনও নিজের মাথার চুল টেনে গোঁফ বানাচ্ছেন,কখনও আবার নানারকম মুখ বানিয়ে মুড বোঝাচ্ছেন ৷View this post on Instagram