#কলকাতা: স্বপ্নের মতো বিয়ে ৷ একদিকে বোদরুমে সৈকত পাড়ে সূর্যাস্ত ৷ আরেকদিক গোধূলি আলো মেখে বিয়ের সাজে নুসরত জাহান ৷ লাল রঙের লেহঙ্গাতে উজ্জ্বল হল তাঁর রূপ ৷ একটু লাজুক চাউনিতে ছাদনাতলায় এলেন সদ্য সাংসদ হওয়া অভিনেত্রী নুসরত জাহান ৷ গোটা ব্যাপারটাই যেন সিনেমার মতো হয়েও বড্ড বেশি বাস্তব ৷ তুরস্কের বোদরুমকে স্বাক্ষী রেখে চারহাত এক হল নুসরত ও নিখিলের ৷ শুরু হল জীবনের নতুন অধ্যায় !
ইনস্টাগ্রামে এই নতুন অধ্যায়ের ছবিও পোস্ট করলেন নায়িকা ৷ আর স্বামী নিখিলের উদ্দ্যেশে লিখলেন, ‘সুখের দিকে পাড়ি, সঙ্গে নিখিল...’
তবে শুধুই লহেঙ্গাতে নয় ৷ হোয়াইট গাউনেও বিয়ের সাজে দেখা গেল নুসরতকে ৷ উল্টো দিকে সাদা-কালো স্যুট-ব্লেজারে নিখিলও চরম হ্যান্ডসাম ৷
দেখুন সেই ছবি----
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Kolkata, Nusrat Jahan