#কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান৷ আর তাই তো কোনও সুযোগ বাদ দেন না, ইনস্টগ্রামে ভিডিও বা ছবি আপলোড করতে ৷ দুর্গাপুজো হোক কিংবা দিওয়ালি, ইদ হোক কিংবা হোলি৷ সবেতেই রয়েছেন নুসরত ৷ শুধু থাকেন নয়, রীতিমতো সেজেগুজে দারুণ সব সব ফটোশ্যুট ৷ দারুণ সব ভিডিও ৷ যা দেখে নেটিজেনদের হৃদয় চঞ্চল ৷
এবারের দিওয়ালিতেও বাদ দিলেন না নুসরত ৷ সাদা-সোনালি রঙের লহেঙ্গা পরে মন খুলে নাচলেন নুসরত ৷ গান বেজে উঠল একেবারে বলিউডি ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nusrat Jahan