হোম /খবর /বিনোদন /
সাদা-সোনালি লহেঙ্গায় ফিল্মি ডান্স,নুসরতের রোমান্টিক দিওয়ালি, ভিডিও দেখুন !

সাদা-সোনালি লহেঙ্গায় ফিল্মি ডান্স,নুসরতের রোমান্টিক দিওয়ালি, ভিডিও দেখুন !

সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান৷ আর তাই তো কোনও সুযোগ বাদ দেন না, ইনস্টগ্রামে ভিডিও বা ছবি আপলোড করতে ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান৷ আর তাই তো কোনও সুযোগ বাদ দেন না, ইনস্টগ্রামে ভিডিও বা ছবি আপলোড করতে ৷ দুর্গাপুজো হোক কিংবা দিওয়ালি, ইদ হোক কিংবা হোলি৷ সবেতেই রয়েছেন নুসরত ৷ শুধু থাকেন নয়, রীতিমতো সেজেগুজে দারুণ সব সব ফটোশ্যুট ৷ দারুণ সব ভিডিও ৷ যা দেখে নেটিজেনদের হৃদয় চঞ্চল ৷

এবারের দিওয়ালিতেও বাদ দিলেন না নুসরত ৷ সাদা-সোনালি রঙের লহেঙ্গা পরে মন খুলে নাচলেন নুসরত ৷ গান বেজে উঠল একেবারে বলিউডি ৷
View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

তবে শুধুই কী নাচ? গানের সঙ্গে ছন্দ মিলিয়ে প্রদীপ জ্বালালেন, চোখের ইঙ্গিতে, মিষ্টি হাসিতে প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইশারাও দিলেন নুসরত ৷
ইতিমধ্যেই নুসরতের এই ভিডিও দারুণ ভাইরাল হয়েছে গোটা ইন্টারনেটে ৷ ইতিমধ্যেই এই ভিডিও-র জন্য প্রচুর লাইকও পেয়েছেন নুসরত ৷ সব মিলিয়ে দারুণ জমজমাট ছিল যে নুসরতের দিওয়ালি তা বোঝাই যাচ্ছে এই ভিডিও দেখে ৷
Published by:Akash Misra
First published:

Tags: Nusrat Jahan