Home /News /entertainment /
মা চাননি আমি সিনেমায় অভিনয় করি: জাহ্নবী কাপুর

মা চাননি আমি সিনেমায় অভিনয় করি: জাহ্নবী কাপুর

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

শুক্রবারই মুক্তি পেতে চলেছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধড়ক’ ৷

 • Share this:

  #মুম্বই: শুক্রবারই মুক্তি পেতে চলেছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধড়ক’ ৷ জাহ্নবীর এই ছবি নিয়ে কাপুর ফ্যামিলিতে উৎসাহ তুঙ্গে ৷ অধীর বাবা ববি কাপুর থেকে শুরু করে সোনম কাপুর, অর্জুন কাপুর, সবাই অধীর আগ্রহে বসে রয়েছে এই ছবির মুক্তির জন্য ৷ কিছুটা হলেও, নার্ভাস রয়েছেন জাহ্নবীও ৷ আর তাই তো ছবির প্রোমোশন করতে গিয়ে, নিজেই জানাচ্ছেন তাঁর এই টেনশনের কথা ৷

  শোনা যায়, শ্রীদেবীই নাকি নিজে হাতে জাহ্নবীকে তৈরি করেছেন বলিউডে অভিনয়ের জন্য ৷ মেকওভার থেকে শুরু করে কোন ছবি সই করবেন জাহ্নবী, সবই নাকি ঠিক করতেন শ্রীদেবী নিজে হাতেই ৷ আর এখন মেয়ের প্রথম ছবির মুক্তিতেই শ্রীদেবী নেই মেয়ের পাশে !

  আরও পড়ুন 
  হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, লিড নয়, সাইড রোলেও অনায়াসে ছাপিয়ে যেতে পারেন তিনি

  এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীদেবী নাকি প্রথমে একেবারেই চাইতেন না যে জাহ্নবী অভিনয়ে আসুক ৷ জাহ্নবী জানিয়েছে, ‘মা আমাকে প্রথম থেকেই বলত, বলিউডে নয় ৷ তোমাকে ডাক্তার হতে হবে ৷ আমি দুঃখিত মা ৷ তোমার স্বপ্নপূরণ করতে পারলাম না ৷ ডাক্তার হওয়ার মতো যোগ্যতা আমার নেই ! ’

  First published:

  Tags: Bollywood, Janhvi Kapoor, Sridevi

  পরবর্তী খবর