#মুম্বই: ‘সাকি গার্ল’ নোরা ফতেহির সঙ্গে একী করলেন ডান্স গুরু টেরেন্স লুইস ! পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত নেটিজেনরা ৷ India's Best Dancer- রিয়ালিটি শোয়ের একটি ভিডিওতে তোলপাড়া নেটদুনিয়া ৷ কিন্তু এবার সেই নিয়ে মন্তব্য করলেন টেরেন্স এবং নোরা দু’জনেই ৷ ঠিক কী ঘটেছিল, তা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জানান টেরেন্স ৷ যার নীচে কমেন্ট বক্সে নিজের বক্তব্যও লেখেন নোরা ফতেহি ৷
টেরেন্সের পোস্টে নোরার কমেন্ট, ‘‘ ধন্যবাদ টেরেন্স ! এখনকার সময়ে মিডিয়ায় ছবি বা ভিডিওর ফটোশপ করে অনেক বিকৃতিই ঘটানো হয় ৷ আমার খুব ভাল লাগছে যে বিষয়টা নিয়ে তুমি শান্তই থেকেছ ৷ তুমি এবং গীতা ম্যাডাম দু’জনেই আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ ৷ এই শো-য়ের বিচারক হতে পেরে আমি খুশি ৷ অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি ওখানে ৷ অনেক কিছু শিখেছি ৷ খুব ভাল থাক ৷ ’’
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে নোরা, টেরেন্স ছাড়াও রয়েছেন শোয়ের আরেক বিচারক গীতা ৷ ভিডিওতে দেখা গিয়েছে , শোয়ের তিন বিচারক মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন ৷ সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে যায় নোরার হিপ ৷ ভিডিওটি স্লো মোশনে দেখলে মনে হচ্ছে নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস ৷ ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nora Fatehi