#হায়দরাবাদ: হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাত ৷ চিকিৎসকদের কথায়, পরিচালকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ সোমবার সকালে হঠাৎই রটে যায়, তাঁর মৃত্যুর খবর ৷ তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্টিলেশনে আছেন তিনি ৷ মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই চলছে পরিচালকের ৷
বহুদিন ধরেই ‘সিরোসিস অফ লিভার’ রোগে আক্রান্ত ছিলেন পরিচালক ৷ চলছিল চিকিৎসাও ৷ গত সোমবার রাতে শারীরিক অবস্থার অবণতি হওয়ায় দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর অবস্থা সঙ্কটজনক ৷ তাঁকে রাখা হয়েছিল ডাক্তারদের কড়া নজরে ৷ তবে সপ্তাহ ঘুরতেই শারীরিক অবস্থার আরও অবণতি হতে থাকে ৷
মারাঠি ছবি থেকেই জনপ্রিয় হন নিশিকান্ত ৷ তারপর বলিউডে ছবি নির্মান ৷ মাদারি, মুম্বই মেরি জান, ফোর্স, দৃশ্যম, রকি হ্যান্ডসামের মতো ছবি পরিচালনা করে তিনি জনপ্রিয়তা কেড়ে নেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood