• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্তের হাত থেকে ফসকে গিয়েছিল ৭ টি ছবি ! তাই কি মানসিক অবসাদ?

সুশান্তের হাত থেকে ফসকে গিয়েছিল ৭ টি ছবি ! তাই কি মানসিক অবসাদ?

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লকডাউনের মধ্যেও সুশান্তের সঙ্গেই থাকছিলেন রিয়া৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লকডাউনের মধ্যেও সুশান্তের সঙ্গেই থাকছিলেন রিয়া৷

সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যু রহস্য নিয়ে নানা কথা, নানা সমালোচনা, নানা খবর সামনে আসছে ৷

 • Share this:

  #মুম্বই: মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল  বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ ৷ বয়স হয়েছিল ৩৪ ৷ রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ অভিনেতার মৃত্যুর ঘটনা কিছুতেই যেন মেনে নিতে পারছে না বলিউড তথা দেশের সাধারণ মানুষ ৷ সবার মনে একটাই প্রশ্ন, এরকম একজন প্রতিভাবান অভিনেতা কীভাবে আত্মহত্যা করতে পারে? সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যু রহস্য নিয়ে নানা কথা, নানা সমালোচনা, নানা খবর সামনে আসছে ৷ কেউ মনে করছেন তাঁর এই মানসিক অবসাদ ব্যক্তিগত সম্পর্কের কারণে, কেউ মনে করছেন তাঁর এই মানসিক অবসাদ লকডাউনে থেকে কাজ না পাওয়ার কারণে ৷ সুশান্ত সিংয়ের কেরিয়ার গ্রাফ নিয়েই প্রশ্ন উঠতেই বিস্ফোরক ট্যুইট করে বসেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ৷ ট্যুইটে সঞ্জয় লেখেন, ‘ছিছোড়ে ছবি বক্স অফিসে হিটের পর সুশান্ত মোট ৭টি ছবি সই করেছিলেন ৷ কিন্তু ৬ মাসের মধ্যে সেই সব কটি ছবি থেকে তাঁর হাত ফসকে যায়৷ বলিউডের মানুষেরা এতটাই নিষ্ঠুর৷ আর এই নিষ্ঠুরতাই সুশান্তের মৃত্যুর কারণ ৷’

  Published by:Akash Misra
  First published: