ARUNIMA DEY
#মুম্বই: বাঙালি কেন গোটা ভারতবর্ষেরই বারো মাসে তেরো পার্বন। অনুষ্ঠানের শেষ নেই। নানা পুজো তো রয়েছেই। ইংরেজি সাহেবদের নিউ ইয়ারটাও আমরা ছেড়ে দেব? তা কখনও হয়। আমরা তো একেবারেই ছাড়ি না। সেলিব্রিটিরাও কম কিছু জান না। একাংশ মানুষদের জন্য এরাই পথ প্রদর্শক। ২০২০ বর্ষবরণে কে কার সঙ্গে পার্টি করলো? কে কার সঙ্গী হলেন? কে কী ভাবে নিউ ইয়ার কাটালেন? জানতে হলে পড়ুন এই স্টোরি।
একজনের শো বিজ। অপর জনের খেলার ময়দান। একসঙ্গে সময় কাটানো প্রায় হয় না বললেই চলে। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি। ব্যস্ত জীবন থেকে ফুরসত বার করে অ্যালপিন-এ ছুটি কাটাতে গিয়েছিলেন অনুষ্কা-বিরাট। নিলিবিলিতে সময় কাটাচ্ছিলেন এই কপত-কপোতি, সেখানে হঠাৎ-ই এসে পারেন বরুণ ধওয়ান ও তাঁর গার্লফ্রেন্ড নাতাশা দালাল। অনুষ্কা-বিরাটের হলিডে একটু বুস্ট আপ হয়ে গেল বরুণের আসাতে।
বরুণ লম্বা ছুটিতে বেরিয়েছেন। আনদাজে নয় প্রমাণ এই কথার পিছনে প্রমাণ রয়েছে। অনুষ্কা-বিরাটের ছুটিতে উঁকি দিয়েছেন বরুণ শুধু এমনটা নয়। সুইৎজারল্যান্ডে করিনা-করিশ্মার সঙ্গেও দেখা করে এসেছেন বরুণ। করিনা-করিশ্মার সঙ্গে সইফ আলি খান ও তাইমুরও গিয়েছিল ছুটি কাটাতে। দেশের বাইরে গিয়েও ইন্ডাস্ট্রি ইনসাইডারদের কথা ভুলতে পারছেন না বরুণ।
অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। তবে নিউ ইয়ারটা মালাইকা প্রেমিকের সঙ্গে না কাটিয়ে কাটালেন বোন অমৃতার সঙ্গে। গোয়ায় বোনের, বোনের স্বামী ও বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করতে দেখা গেল তাঁকে।
পরিণীতি এখন সিঙ্গল বলা চলে। তেমন একটা গুঞ্জন শোনা যায় না তাঁর নামে। তাই হয়তো একাই বড়দিনের ছুটি কাটালেন নায়িকা। অস্ট্রিয়ায় বরফের মাঝে হট চকোলেটের কাপে চুমুক দিতে দেখা গেল নায়িকাকে। তিনি একাই নাকি সঙ্গীকে প্রকাশ্যে আনতে চাইছেন না, সেটা বলা একটু মুশকিল।
পরিণীতির দিদি কিন্তু একেবারেই একা নয়। প্রিয়াঙ্কার যদিও একা থাকার কথাও নয়। নিক-এর সঙ্গে কোনও সমুদ্র সৈকতে নিউ ইয়ার কাটালেন নায়িকা। জায়গার নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রিয়াঙ্কা। সবকিছুর মধ্যেই রহস্য রাখতে চান পিগি চপ্্স।
নিলিবিলিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরে নিউ ইয়ার কাটালেন সোহা আলি খান। সোহা-কুণাল একা নয় সঙ্গে তাঁদের মেয়েকেও নিয়ে গিয়েছিলেন তাঁরা।
সেলেবদের ছুটি কাটানো দেখে মন বেশ আনন্দে ভরে উঠেছে নিশ্চয়ই। এবার টিন এজ ছেড়ে কুড়ি বছরে পাড়ি। টোয়েন্টি টোয়ন্টি খেলা শুরু দু হাজার কুড়িতে।