ফের টলিউডে শোরগোল, শ্রাবন্তীর নেশাতে বেসামাল হলেন এই নায়ক

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ ছবি: নিউজ এইটিন ৷

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ ছবি: নিউজ এইটিন ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: অভিনেত্রী শ্রাবন্তীর নেশায় বুঁদ এই নায়ক ৷ এই তো একটি পানশালায় গিয়েছিলেন সেই অভিনেতা ৷ আর সেখানে গিয়ে তিন-চার বোতল মদ পান করে রীতিমত বেসামাল হয়ে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে দুই বন্ধুও তাকে সামলাতে পারছে না ৷ সামলাবেই বা কী করে? তখন তো চোখের সামনে শ্রাবন্তীকে দেখছেন তিনি ৷ সেই নেশায় মদের বোতলও ভেঙে ফেললেন ওই অভিনেতা ৷

    না না বাস্তবে এমনটা ঘটনা ৷ এই ঘটনা ঘটেছে শ্রাবন্তীর আপকামিং ছবি ‘পিয়া রে’র একটি গানে ৷ গানের নাম ‘তোর নেশাতে’৷ আর সেখানেই নায়িকা শ্রাবন্তীর নেশায় মশগুল হয়েছেন ছবির নায়ক সোহম চক্রবর্তী ৷ এই গানটি মুক্তি পেয়েছে গত ২২ জুন ৷ ইতিমধ্যেই ইউটিউবে এই গানটি দেখে ফেলেছেন প্রায় ২ লক্ষরেও বেশি মানুষ ৷ জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে এই গানটি গেয়েছেন আরমান মালিক ৷

    এর আগে শ্রোতা এবং দর্শকদের মধ্যে হইচই পড়ে গিয়েছিল ‘পিয়া রে’র টাইটেল ট্র্যাক নিয়ে ৷ ক’দিন আগেই মুক্তি পেয়েছিল টাইটেল ট্র্যাকটি ৷ যা খুব কম সময়ের মধ্যেই সারা ফেলে দিয়েছিল নেটদুনিয়ায় ৷ এই ছবির গানগুলো দেখেই বোধা যাচ্ছে শ্রাবন্তী এবং সোহমের অভিনয় ক্ষমতা ৷ তাঁদের রসায়ন নিয়ে কারও কোনও ক্ষেদ বা অভিযোগ নেই ৷ কারণ শ্রাবন্তী সোহমের অনস্ক্রিন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি দুটোই অসাধারণ ৷

    First published:

    Tags: Bengali Movie, Bengali song, New song of piya re, Soham Chakraborty, Srabanti Chatterjee, Tollywood Actor, Tollywood Actress, Tollywood Celebrities