• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে, সুরঙ্গনার গলায় মুক্তি পেল নতুন গান

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে, সুরঙ্গনার গলায় মুক্তি পেল নতুন গান

যে গানের অপেক্ষা ছিল এবারে সেই গানই এলো শ্রোতাদের সামনে।

যে গানের অপেক্ষা ছিল এবারে সেই গানই এলো শ্রোতাদের সামনে।

যে গানের অপেক্ষা ছিল এবারে সেই গানই এলো শ্রোতাদের সামনে।

  • Share this:

#কলকাতা: যে গানের অপেক্ষা ছিল এবারে সেই গানই এলো শ্রোতাদের সামনে। লকডাউনের মধ্যেই ঋদ্ধি সেন পরিচালনা  করে ফেলেছেন একটি অ্যানিমেশন ফিল্ম। ছবিতে কোনও সংলাপ না থাকলেও একটি গান রয়েছে যেটা কম্পোস করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটির নাম 'ঠিকানার খোঁজে'।প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের মিউজিকে এই গানটা নিজেই লিখেছেন ঋদ্ধি সেন। গানটি গেয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

সারে সাত মিনিটের এই অ্যানিমেটেড শর্ট ফিল্মটি মুক্তি পাবে আজ উইন্ডোস এর পেজে সন্ধ্যে সাতটায়। বাড়িতে গত পাঁচ মাস কাটালেও সুরাঙ্গনার সঙ্গে নানা ছবি বা আর্টিক্যাল নিয়ে আলোচনা হয়েই থাকে ঋদ্ধির। অ্যাডভান্সড টেকনোলজির যুগে ভিডিও কলে বসেই 'ঠিকানা' ছবিটি কন্সেপচুয়ালাইজ করেন দুজনে। আজ মুক্তি পাচ্ছে সেই শর্ট ফিল্ম।তার আগে মুক্তি পেল গান। সেই গান রইল আপনাদের জন্য।
Published by:Akash Misra
First published: