#মুম্বই: ড্রাইভার সেজে গান গেয়ে প্রেম শেখাচ্ছেন ডাক্তারকে ৷ তাও মাতৃভাষায় নয় ৷ একেবারে নেটিজেনদের প্রিয় ভাষা ইংরাজীতে ৷ ব্যস আর কী মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডাক্তার-ড্রাইভারের ভালবাসার গান ৷
লম্বা চুল ও চোখে সানগ্লাস ৷ পরনে রঙিন শার্টের সঙ্গে টাই ও ওয়েস্ট কোট ৷ নেচে গেয়ে নায়িকার মন জয়ে ব্যস্ত নায়ক ৷ সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে পুরো গানটাই তিনি গাইছেন ইংরাজীতে ৷ কথা হচ্ছে ‘গায়ক’ রাজকুমার ঠাকুরিয়ার ৷ নিজস্ব ভঙ্গিমায় ইংলিশে গান গেয়েই পড়েছেন নেটিজেনদের নজরে ৷ শেয়ারে শেয়ারে ছড়িয়ে পড়ছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷
ইউটিউবে রয়েছে রাজকুমারের নিজস্ব চ্যানেলও ৷ এপর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা ৩১,৩৬৪ ৷ শুধু ড্রাইভার-ডাক্তারের প্রেম কাহিনীই নয়, সেখানে গেলে সন্ধান মিলবে একাধিক মিউজিক ভিডিও-এর ৷ শুধু ইংরাজীতেই নয়, হিন্দি, বাংলা, অহমিয়া সহ একাধিক ভাষায় নিজে গান লিখে সুর দিয়েছেন রাজকুমার ৷ এমনকি সেই সব গান গেয়ে অভিনয়ও করেছেন নিজেই ৷ রাজকুমার ঠাকুরিয়ার এই জনপ্রিয়তা মনে করাচ্ছে ঢিংচ্যাক পূজা, হিরো আলমের মতো ইউটিউব ‘তারকা’দের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Netigens choice, Singer Rajkumar Thakuriya, Social Media, Viral Video, Youtuber