হোম /খবর /বিনোদন /
আইপিএস অফিসারের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রকাশ‍্যে এল তাঁর আগামী ছবি 'শিবপ

New Bengali Movie: আইপিএস অফিসারের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রকাশ‍্যে এল তাঁর আগামী ছবি 'শিবপুর'-এর পোস্টার

আইপিএস অফিসারের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রকাশ‍্যে এল তাঁর আগামী ছবি 'শিবপুর'-এর পোস্টার

আইপিএস অফিসারের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রকাশ‍্যে এল তাঁর আগামী ছবি 'শিবপুর'-এর পোস্টার

New Bengali Movie: 'শাহজাহান রিজেন্সি', 'ভূতের ভবিষ্যৎ', 'মাছ মিষ্টি ও মোর', '০৩৩' পর আবার পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় আসছে 'শিবপুর'।

  • Share this:

'শাহজাহান রিজেন্সি', 'ভূতের ভবিষ্যৎ', 'মাছ মিষ্টি ও মোর', '০৩৩' পর আবার পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় আসছে 'শিবপুর'। ডার্ক পলিটিক্যাল থ্রিলারধর্মী 'এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, রাজদীপ সরকারের মতো শিল্পীরা।

আরও পড়ুনঃ ছবির এই বাচ্চা ছেলেটি বর্তমানে টলিউড নায়ক! বিতর্কে জর্জরিত তিনি, আসছেন শিরোনামে

সম্প্রতি পরমব্রত নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে 'শিবপুর'-এর পোস্টার শেয়ার করেন এবং চলতি বছরে মুক্তি পাবে এই ছবি, তাও জানান। এসএসআর সিনেমাজ-এর ব্যানারে, সন্দীপ সরকার ও অজন্তা সিনহা রায় প্রযোজিত ছবিতে দেখা যাবে, কলকাতার এক মহিলা প্রথম সারির সংবাদপত্রে সাংবাদিক চাঞ্চল‍্যকর কিছু তথ‍্য হাতে পায়। আটের দশকে সাধারণ গৃহস্থ বাড়ির এক গৃহবধু থেকে কী ভাবে শিবপুরের একজন কুখ্যাত মহিলা মাফিয়া গ্যাং লিডার হয়ে ওঠেন, তা তিনি জানতে পারে। আটের দশকে সেই মহিলা হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়। স্বাভাবিক নিয়মে তার জীবন সম্পর্কে কৌতুহলী হয়ে ওঠে ওই সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন মুখ্যমন্ত্রী সুলতান আহমেদ নামে একজন আইপিএস অফিসারকে নিয়োগ করে।

‘শিবপুর’-এ মাফিয়া গ্যাং লিডারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্য়ায় এবং আইপিএস অফিসার সুলতান আহমেদের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্য়ায়। নীল মুখোপাধ্যায়কে দেখা যাবে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে। প্রায় চার বছর পর একসঙ্গে কাজ করছেন পরমব্রত ও স্বস্তিকা। পোস্টার প্রকাশ হওয়ার পর থেকে তাঁদের নতুন ছবি 'শিবপুর' নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

Published by:Salmali Das
First published:

Tags: Parambrata Chattopadhyay, Tollywood