#কলকাতা: বেশ অনেকদিন ধরেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি বাবা’ নিয়ে টলিউডে গুঞ্জন চলছে। এবার এ নিয়ে তোপ দাগল সুভাষ চন্দ্র বসুর পরিবারের একাংশ ৷ এ দিন প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা বসু পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু ‘গুমনামি বাবা’কে কোনও ছবি অথবা তথ্য প্রমাণ ছাড়া সুভাষ চন্দ্র বসুর ছদ্মবেশ হিসাবে তুলে ধরার চেষ্টার অভিযোগ তুললেন ৷
এদিন তিনি বলেন, “ওই সিনেমায় সিনেমায় নেতাজি কে কেন জীবিত করে তুলে ধরা হচ্ছে? যদি সে রকম হত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে অবশ্যই তথ্য থাকত। সব কিছুর প্রমাণ নিয়ে কথা বলা উচিত। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে ৷’’এর পাশাপাশি তিনি ক্ষোভ ব্যক্ত করে বলেন, ‘‘গুমনামি বাবা”কে নেতাজি হিসাবে তুলে ধরার একটি অশুভ প্রচার চালাচ্ছে একাংশ ৷ এবং এ বিষয়ে আইবি রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি ৷
এবং এই ঘটনাকে একে “ফৌজদারী অপরাধ” হিসাবে মন্তব্য করে কেন্দ্রীয় সরকারের কাছে এই ধরনের মিথ্যা প্রচার যারা চালাচ্ছে তাদের খুঁজে বের করার দাবি জানান চন্দ্র কুমার বসু ৷https://t.co/SBohRoYgIQ @srijitspeaketh 1st establish the existence& identity of #GumnamiBaba.The very existence of this man is in question? Who's seen him? Where's the documentary or photographic proof?Except for a doctored photo-there's nothing else! Your film-fact or fiction?
— Chandra Kumar Bose (@Chandrabosebjp) February 21, 2019
Chandra Kumar Bose, grand nephew of Netaji Subhash Chandra Bose: It is the responsibility of Government of India & honourable PM to take steps against fraudulent people who disrespect the man who fought the final battle for India’s freedom. https://t.co/ky7iw0hvd9 — ANI (@ANI) February 21, 2019
একটি সাংবাদিক সম্মেলনে নেতাজির প্রপৌত্র তথা বিজপির রাজ্য সহসভাপতি চন্দ্র বসু বলেন, “১৯৫০ থেকে তিন দশকেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের “ফৈজাবাদে বাস করা গুমনামি বাবা”কে নেতাজি হিসাবে তুলে ধরে তাঁকে অসম্মান করার একটা “অশুভ প্রচার” চলছে। ঘটনা হল, গুমনামি বাবা নেতাজি নন”।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।