• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ঠোঁটের ওপর আঙুল ! প্রথম চুম্বন ঠিক কেমন? ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর

ঠোঁটের ওপর আঙুল ! প্রথম চুম্বন ঠিক কেমন? ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর

নেহা কক্কর আর রোহনপ্রীতের প্রেমের ম্যাজিক বেড়েই চলেছে ৷

নেহা কক্কর আর রোহনপ্রীতের প্রেমের ম্যাজিক বেড়েই চলেছে ৷

নেহা কক্কর আর রোহনপ্রীতের প্রেমের ম্যাজিক বেড়েই চলেছে ৷

 • Share this:

  #মুম্বই: নেহা কক্কর আর রোহনপ্রীতের প্রেমের ম্যাজিক বেড়েই চলেছে ৷ সেই বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই নেহা ও রোহন যেভাবে প্রেমে ছিলেন বুদ, তারপর জমজমাট বিয়ে আর তারপর তো হানিমুনে নেহা ও রোহনপ্রীতের আদর-আবদারের ছবি, ভিডিও দেখে তুফান আলোচনা গোটা সোশ্যাল মিডিয়ায় ৷

  নেহাও তেমন, সেই তুফানেই বার বার হাওয়া দিতে ব্যস্ত ৷ ঝড়ের মোর ঘুরিয়ে, জোর বাড়িয়ে নেহা অলটাইম রেডি ভাইরাল হওয়ার জন্য ৷

  এই তো দেখুন সবে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ বিয়ে করলেন তাঁর পুরনো প্রেমিকাকে ৷ আর নেহা কত্তদিন আগেই আদিত্যের সঙ্গে ‘কু-বুদ্ধি’ করে রিয়ালিটির শোয়ের মঞ্চে মঞ্চে বিয়ে বিয়ে নাটক করলেন৷ আর সেই নাটক হিট হওয়ার পরই আদিত্য-র সঙ্গে নতুন গানের অ্যালবাম ! মার্কেটিং স্ট্র্যাটেজিটা বেশ ভালো বুঝে গেছেন নেহা ৷

  নেহার ঠিক বিয়ের আগে আগেই ছোটমাপের ভিডিও বানিয়ে ফেলেছিলেন নেহা ও রোহন ৷ সবাই প্রথমে ভেবেছিল, নেহা ফের কোনও ট্রিক করছেন ৷

  তবে ট্রিক তো ছিল বটেই, কিন্তু এবারটা নেহা বিয়েটাও করলেন সত্যি সত্যি ৷ গানের অ্যালবামও এলো, সঙ্গে সত্যি সত্যি সানাইও বেজে উঠল ৷ তবে এত কিছু হওয়ার পরে এবং বিয়ের পর প্রথম মুক্তি পেল নেহার নতুন গান ফার্স্ট কিস ! আর সেই গানকেই প্রোমোট করতে এবার নেহা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে ফেললেন নতুন এক ভিডিও ৷

  সেই ভিডিও দেখেই স্বামী রোহনপ্রীত গেলেন একেবারে চমকে ৷

  Published by:Akash Misra
  First published: