corona virus btn
corona virus btn
Loading

গাড়ির ভিতর অল্প পোশাকে তুমুল নাচ, ভাইরাল হলেন নেহা কক্কর !

গাড়ির ভিতর অল্প পোশাকে তুমুল নাচ, ভাইরাল হলেন নেহা কক্কর !

এমনিতে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ৷ মাঝে মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করতে থাকেন নানা ভিডিও ৷

  • Share this:

#মুম্বই: এমনিতে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ৷ মাঝে মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করতে থাকেন নানা ভিডিও ৷ তার ওপর লকডাউনের সময় তো ফ্যানদের কাছে পৌছে যাওয়ার সেলেবদের কাছে একটাই মাধ্যম এই সোশ্যাল মিডিয়া ৷

লকডাউন এখন হালকা ৷ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশবাসী ৷ সেলেবরাও ধীরে ধীরে ফিরছেন পুরনো অভ্যাসে ৷

ঠিক এরকম সময়ই ইনস্টাগ্রাম প্রোফাইলে এক নাচের ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর ৷ যে ভিডিওতে তাঁকে দেখা গেল মোহময়ী পোশাকে গাড়ির মধ্যে বসে, ইয়ে লড়কি পাগল হ্যায় পাগল হ্যায় ..গানে তুমুল নাচছেন৷

এর আগে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে নাম জুড়ে ভাইরাল হয়েছিলেন নেহা ৷ রটে গিয়েছিল, আদিত্যকেই নাকি বিয়ে করছেন তিনি ৷ তবে তা ছিল একেবারেই গুঞ্জন ৷

Published by: Akash Misra
First published: August 16, 2020, 4:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर