#মুম্বই: একেই বলে দিলদার নেহা কক্কর ৷ গায়কের মুখ থেকে অর্থ কষ্টের কথা শুনতেই, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত ৷ সোজা গায়কের হাতে নেহা তুলে দিলেন ১ লাখ টাকা ! নেহার এই কীর্তি দেখে সবাই নেহার প্রশংসায় পঞ্চমুখ ৷
গপ্পোটা হলো, বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও ৷ যেখানে দেখা গিয়েছে, জয়পুরে শহজাদ আলি নামে এক ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী বিচারকদের সামনে গান গেয়ে একেবারে মন জয় করে ফেললেন ৷ আর এমনই মন জয় করলেন যে, নেহা নিজেই বলে ফেললেন, তাঁকে স্পেশাল একটা কিছু উপহার দিতে চায় ৷ তখনই শহজাদ বলে উঠলেন, কীভাবে তিনি মুম্বইয়ে এসেছেন, শুধুমাত্র ইন্ডিয়ান আইডলে অংশ নিতে ৷শহজাদের কথায়, তাঁর ঠাকুমা ইন্ডিয়ান আইডলে আসার জন্য প্রচুর টাকা লোন করেন ৷ প্রতিযোগী শহজাদের মুখে একথা শোনার পরে কেঁদে ফেলেন নেহা ৷ আর তখনই তিনি সিদ্ধান্ত নেন, শহজাদকে ১ লাখ টাকা দেবেন ৷ যাতে তাঁর ঠাকুমা কিছুটা হলেও লোন শোধ করতে পারেন ৷View this post on Instagram