#মুম্বই: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ৷ কারণ একটাই নেহা কক্কর এবং তাঁর বিয়ে ! হ্যাঁ, কয়েক দিন আগে থেকে নেহা কক্করের বিয়ে নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে ৷ অবশ্য এই শোরগোল নেহাই শুরু করেছিলেন নিজে ৷ হঠাৎ একদিন নিজের ইনস্টাগ্রামে প্রেমিক রোহনপ্রীতের সঙ্গে ছবি দিয়ে প্রকাশ্যেই জানিয়ে দিলেন নেহা, রোহনের সঙ্গে প্রেমে লিপ্ত ! ব্যস, গুঞ্জন শুরু ৷
রটে গিয়েছিল, উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গেই নাকি ছাদনাতলায় যাবেন নেহা ৷ এমনকী, এক রিয়ালিটি শোয়ের সেটে ‘নকল’ বিয়ের কাণ্ড নিয়ে হইচই পড়ে দিয়েছিল ৷ তবে শেষমেশ, নেহা-আদিত্য জানান, সবই ছিল পাবলিসিটি স্টান্ট ৷
এবারটিও রটেছে, নেহা নাকি আসলে বিয়ে নয়, রোহনের সঙ্গে মিলে একটি গানের অ্যালবাম বার করতে চলেছেন ৷ তবে আপাতত সেই সবরকম গুঞ্জনে ইতি দিয়ে নেহা ইনস্টাগ্রামে আপলোড করে ফেললেন রোহনের সঙ্গে তাঁর রোকা বা এনগেজমেন্ট ভিডিও ৷ যেখানে একেবারেই দারুণ মেজাজে ধরা দিলেন নেহা ও রোহনপ্রীত ৷
ভিডিও আপলোড করে নেহা লিখলেন, ‘ছোট্ট উপহার নেহার ফ্যানদের জন্য !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neha Kakkar