#মুম্বই: দেখতে দেখতে নেহা-রোহনের বিয়ে একমাসে পা দিল ৷ আর এক মাসে পা দিতেই নেহা-রোহন দু’জনেই খুশিতে ডগমগ ৷ আর সেই খুশি দু’জনেই উজাড় করে দিলেন ইনস্টাগ্রামে ৷ এক ভিডিও আপলোড করে বিয়ের একমাস পালন করলেন নেহা ও রোহন ৷
তা কী করলেন এই সেলিব্রিটি জুটি?নেহা ও রোহন ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন ৷ যেখানে দেখা গিয়েছে, হাত বেলুন নিয়ে ঘরের ভিতির ঢুকছেন নেহা ও রোহন ৷ দু’জনের চোখে চোখ, হাতে হাত ৷ তারপর ছুট্টে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে রোহনের ঠোঁটে ঠোঁট রাখলেন নেহা ৷
অন্যদিকে রোহন তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘হ্যালো আমার সুন্দরী পুতুল ৷ আমাদের বিয়ের এক মাস হয়ে গেল, এখনও আমি ভাবতেই পারছি না, যে তুমি একমাত্র আমার ৷ লাভ ইউ সো মাচ... আমার জীবন !’
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।