#কলকাতা: নতুন বছরের অন্যতম বহু প্রতীক্ষীত তারকা জুটি এবার সাতপাকে বাঁধা পড়লেন। বহু দিন ধরেই জল্পনা চলছিল, কবে বিয়ে করবেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। অবশেষে রাজকীয় কায়দায় বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি। দশ বছরের প্রেম পর্ব পরিণতি পেল। আজ তাঁদের বিয়েতে আর্শীবাদ করতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের জন্মদিনের দিন তৃণা সাহা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন। অনুরোধ করেছিলেন আকবার তাঁদের আর্শীবাদ করতে যেন তিনি আসেন। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। হাজার কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করেছেন নীল-তৃণার জন্য।
View this post on Instagram
বাগদানের আংটি উড়ে এসেছিল ড্রোনে। অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে উড়ে আসা সেই আংটি পরিয়ে তৃণাকে আপন করে নিয়েছিলেন নীল। ফলে আজকের দিনেও যে বহু বিশেষ কিছু ঘটবেই, তা কম বেশি সকলের অনুমান ছিল। আজ বোটে চেপেই ব্যান্ড পার্টির তালে তালে নাচতে নাচতে বিয়ের মণ্ডপে পৌঁছেছেন নীল। আলোয় আলোয় ঢেকেছে চারিদিকে। মালাবদল পর্বেও ছিল চমক। তবে সিঁদুরদান পর্বেও ছিল দারুণ মজা।
সিঁদুর-দানে কিছু হবে না তা কি করে হয় ! লাল লজ্জাবস্ত্রে তৃণার মাথা ঢেক সিঁদুর পরালেন নীল। সঙ্গে সঙ্গে সকলে বলে উঠলেন ইনকিলাব জিন্দাবাদ ! নীল সকলকে প্রশ্ন করছেন সিঁদুর পরানো ঠিক হচ্ছে কিনা ! পাশ থেকে একজন বলছেন মুখের দিকে না তাকিয়ে পরাতে হবে। সেই মতো কাজ করলেন নীল। সিঁথি রাঙিয়ে গেল তৃণার। এই ভিডিওতে সব থেকে মজার হল সিঁদুর পরানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা ইনকিলাব জিন্দাবাদ বলতে শুরু করলেন। যা শুনে হাসি থামাতে পারলেন না নীল ও তৃণা দু'জনেই। সব সময় এই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মেয়েরা। কিন্তু হাসিতে ফেটে পড়লেন তৃণা। ভিডিওটি ইনস্টাতে বিভিন্ন জায়গায় শেয়ার হয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neel Bhattacharya, Tollywood, Trina Saha