হোম /খবর /বিনোদন /
‘মাথা ঠিক আছে তো?’ ফেসবুকে ‘রাজকীয়’ ছবি দিয়ে তীব্র ট্রোলড নীল

Neel Bhattacharya: ‘মাথা ঠিক আছে তো?’ ফেসবুকে ‘রাজকীয়’ ছবি দিয়ে তীব্র ট্রোলড অভিনেতা

নীল ভট্টাচার্য, ছবি-ফেসবুক

নীল ভট্টাচার্য, ছবি-ফেসবুক

জানালার এ পারে সোফায় বসে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ৷ কালো পোশাকের সঙ্গে মানানসই রোদচশমা ৷ পায়ে কেতাদুরস্ত সাদা জুতো ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : পিছনে কাচের জানালার ওপারে সমুদ্র৷ ঝোড়ো বাতাসে উত্তাল নারকেল গাছের সারি ৷ জানালার এ পারে সোফায় বসে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ৷ কালো পোশাকের সঙ্গে মানানসই রোদচশমা ৷ পায়ে কেতাদুরস্ত সাদা জুতো ৷ এত অবধি সব ঠিকই ছিল ৷ বাদ সাধল অভিনেতার ছবির ক্যাপশনে ৷

ছবি শেয়ার করে নীল ক্যাপশনে প্রশ্ন করেছেন, ‘মুম্বই কা কিং কওন?’ এই ক্যাপশন ঘিরেই শুরু ট্রোলিং ৷ অধিকাংশ নেটিজেন বলেছেন, মুম্বইয়ের কিং শাহরুখ খানই ৷ নীলকে মনে করিয়ে দিয়েছেন তিনি টালিগঞ্জের অভিনেতা ৷

কোনও কোনও নেটিজেন তো উত্তর না দিয়ে সটান শাহরুখের ছবি শেয়ার করেছেন কমেন্ট বক্সে ৷ কেউ লিখেছেন, ‘তুমি না, এটা জানি’৷ কারও উত্তর, নীল রাজা, তবে মু্ম্বইয়ের নয়, কলকাতার ৷ একজনের প্রশ্ন, নীলের মাথা ঠিক আছে তো? কারও মন্তব্য, রাজা নয়, বরং নীলকে দেখে মনে হচ্ছে কোনও মাফিয়া বসে আছে ৷ কেউ লিখেছেন, নীল এই ক্যাপশন না দিলেই ভাল করতেন ৷

এক নেটিজেন প্রশ্ন করেছেন নীলের লোকেশন নিয়ে ৷ ছবির ক্যাপশনের সঙ্গে নীল নিজের অবস্থান বোঝাতে ট্যাগ করেছেন মুম্বইয়ের জুহু চৌপটি ৷ কিন্তু তার ঠিক নীচেই তারিখ ও সময়ের পাশে লোকেশন দেখাচ্ছে ‘চিখলি’৷ সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন ওই নেটিজেন ৷ তাঁর জিজ্ঞাসা, দু’ জায়গায় দু’রকম লোকেশন কেন? ওই নেটিজেন মনে করিয়ে দিয়েছেন, জুহু ও চিখলি আসলে দু’প্রান্তে ৷ জুহু মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের অন্যতম জনপদ ৷ অন্যদিকে চিখলি হল সুরাতের কাছে গুজরাতের উপকূল অংশ ৷ তাহলে ঠিক কোথায় আছেন ‘মুম্বইয়ের রাজা’ নীল? জানতে চেয়েছেন ওই নেটিজেন ৷

তবে ট্রোলারদের পাশাপাশি হাজির অভিনেতার অনুরাগীরাও ৷ তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন নীলকে ৷ বলেছেন, নীল তাঁদের প্রিয় অভিনেতা ৷ মূলত টেলিভিশনের অভিনেত নীল অভিনয় করেছেন কিছু ছবি এবং মিউজিক ভিডিয়োতে-ও ৷ টেলিদর্শকরা তাঁকে মনে রেখেছেন ‘ঠিক যেন লভ স্টোরি’, ‘স্ত্রী’ এবং ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জন্য ৷ ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে তাঁর অভিনীত নিখিল চরিত্রটি দর্শকদের পছন্দের প্রথম সারিতে ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Neel Bhattacharya