হোম /খবর /বিনোদন /
বিয়ের ৬ মাস পর মধুচন্দ্রিমা, গোয়ায় নীল-তৃণার ‘চেন্নাই এক্সপ্রেস’

Neel and Trina : বিয়ের ৬ মাস পর মধুচন্দ্রিমা, গোয়ায় নীল-তৃণার ‘চেন্নাই এক্সপ্রেস’

নীল ভট্টাচার্য (Neel Bhattacharya ) ও তৃণা সাহার (Trina Saha ) মধুচন্দ্রিমা পিছিয়ে গেল ছ’ মাস ৷ এখন এই পাওয়ার কাপল গোয়ায় ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : বিয়ের পর পরই অতিমারির দ্বিতীয় তরঙ্গের দাপট ৷ ফলে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya ) ও তৃণা সাহার (Trina Saha ) মধুচন্দ্রিমা পিছিয়ে গেল ছ’ মাস ৷ এখন এই পাওয়ার কাপল গোয়ায় ৷ মধুচন্দ্রিমার ভিডিয়ো ও ছবিতে ভরে গিয়েছে তাঁদের সামাজিক মাধ্যমের প্রোফাইল ৷ নেটিজেনদের প্রিয় তৃনীলের মধুচন্দ্রিমা আদ্যন্ত ফিল্মি ৷ কখনও তাঁরা চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ-দীপিকা, কখনও আবার নীল একাই করহস্তে ‘গোয়া সিঙ্ঘম’ ৷

নীল ও তৃণার ‘চেন্নাই এক্সপ্রেস’ ভিডিয়ো নেটিজেনদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে ৷ গোয়ার রাস্তায় পথচলতিদের বিস্ময়দৃষ্টির মাঝেই দম্পতি কোরিয়োগ্রাফ করেছেন ‘কাশ্মীর মেঁ, তু কন্যাকুমারী’ গানের সঙ্গে ৷ দক্ষিণী পোশাকে নীলকে দারুণ মানিয়েছে, সে কথাও জানাতে ভোলেননি নেটিজেনরা ৷

 

নীল তৃণার বারো বছরের বন্ধুত্ব বিয়েতে পরিণত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে ৷ ৪ ফেব্রুয়ারি বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডে তে ছিল রিসেপশন ৷ অতিথি সমাগমে তাঁদের রিসপেশন যেন হয়ে উঠেছিল চাঁদের হাট ৷

এখন তাঁরা টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’৷ বাকিদের কাপল গোল দিতে ভালবাসেন ৷ যেমন জমিয়ে সংসার করেন, ঠিক তেমনই অতিমারির দ্বিতীয় তরঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আর্ত মানুষের পাশে ছিলেন ৷ সে সময় একাধিক সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই জুটি ৷

ঘরে বাইরে তাঁরা একে অন্যের পরিপূরক ৷ সময় পেলেই নীলের পছন্দসই খাবার রান্না করেন তৃণা ৷ ঘনিষ্ঠতার পাশাপাশি দু’জনেই দু’জনকে স্পেস দিতে ভালবাসেন ৷  নীল-তৃণার ঈর্ষণীয় দাম্পত্যের রেশ ধরা পড়ে সামাজিক মাধ্যমে তাঁদের প্রোফাইলেও ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Neel Bhattacharya, Trina Saha