#মুম্বই: মাদক-যোগে এ বার বলি-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ডেকে পাঠাতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এমন আশঙ্কা আগেই করা হচ্ছিল ৷ শেষপর্যন্ত শুধু দীপিকাই নন ৷ সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরকেও এবার সুশান্ত সিং রাজপুত মামলায় ডেকে পাঠাল এনসিবি ৷ আগামী তিন দিনের মধ্যে ওই বলি অভিনেত্রীকে তাদের দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে এনসিবি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করেছে। এ বার সেই সূত্রে অন্যদেরও ডাক পড়ছে। দীপিকা পাডুকোনকে ডাকা হতে পারে, এমনটা আগেই শোনা গিয়েছিল ৷ দীপিকার পাশাপাশি আরও তিন বলি অভিনেত্রীকে এবার ডেকে পাঠাল এনসিবি ৷
Narcotics Control Bureau issues summons to Deepika Padukone, Sara Ali Khan, Shradhha Kapoor and Rakul Preet Singh in a drug case related to Sushant Singh Rajput death case pic.twitter.com/djhAIj8Lfj
— ANI (@ANI) September 23, 2020
দীপিকাকে আগামী ২৫ সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে এনসিবি ৷ পাশাপাশি তলব করা হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকেও ৷ মাদক-যোগে নম্রতা শিরোদকর, রকুলপ্রীত সিং ও ফ্যাশন ডিজাইনার সিমোন খামবাট্টাকেও তলব করেছে এনসিবি ৷ ফের তলব শ্রুতি মোদি ও করিশ্মা প্রকাশকেও ৷ সুশান্ত মৃত্যু-মামলাতেই বলিউডের মাদক-যোগ প্রকাশ্যে আসে ৷
মাদক যোগের তালিকায় দীপিকার নাম এসে যাওয়া নিঃসন্দেহে গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও এখনও পর্যন্ত দীপিকার তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়াতেও কিছু উল্লেখ করেননি তিনি। দীপিকার ট্যুইটারে শেষ পোস্ট করা হয়েছে গত ১৯ জুলাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, NCB