• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্তের সঙ্গে এই বাড়িতেই রাত কাটাতেন সারা ! জমিয়ে চলত 'ড্রাগস পার্টি' ! ভিডিও ফাঁস !

সুশান্তের সঙ্গে এই বাড়িতেই রাত কাটাতেন সারা ! জমিয়ে চলত 'ড্রাগস পার্টি' ! ভিডিও ফাঁস !

photo source collected

photo source collected

একাধিকবার গিয়েছেন সারা আলি খান! বাগানবাড়ির কেয়ারটেকার জানান ২০১৮ সাল থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত মাঝেমধ্যেই সেখানে সুশান্তের সঙ্গে ৩-৪ দিন গিয়ে থাকতেন সারা।

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার প্রায় তিন মাস কেটে গিয়েছে। এখনও খোলেনি মৃত্যু রহস্যের জট। মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলার পরও মানুষ তা মানতে নারাজ ছিলেন। অনেক জল ঘোলা হওয়ার পর শুরু হয় মৃত্যুর সিবিআই তদন্ত। সামনে আসতে থাকে একের পর এক তথ্য। যার মধ্যে সব থেকে বেশি সামনে আসে মাদকচক্রের কথা। এনসিবি গ্রেফতার করে সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। রিয়ার গ্রেফতারের সঙ্গে সঙ্গে বলিউডের আরও বেশ কিছু মানুষের নাম সামনে আসতে থাকে। সারা আলি খানের নামও উঠে আসে। এর পর রিয়ার ১৪ দিনের জেল হয়। এবং রিয়ার কথা থেকেই একের পর এক সত্যি উঠে আসছে।

  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের মধ্যেই ড্রাগের গন্ধ পায় সিবিআই! তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার এনসিবি তল্লাসি চালাল সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে। সূত্রের খবর হুক্কা, প্রচুর ওষুধ উদ্ধার হয়েছে সুশান্ত সিং রাজপুতের পওনা লেক ফার্ম হাউস থেকে।

  পওনা লেকের বাগানবাড়ি থেকে উদ্ধার হয় হুক্কা, অ্যাশট্রে ও বিভিন্ন ধরনের ওষুধ। জানা গিয়েছে, ওই বাগানবাড়িতে প্রায়শই পার্টি করতেন সুশান্ত! রিয়া, শৌভিক ছাড়াও বিভিন্ন সময়ে সেখানে হাজির হয়েছেন বলিটাউনের অনেক তারকাই! একাধিকবার গিয়েছেন সারা আলি খান! বাগানবাড়ির কেয়ারটেকার জানান ২০১৮ সাল থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত মাঝেমধ্যেই সেখানে সুশান্তের সঙ্গে ৩-৪ দিন গিয়ে থাকতেন সারা। পাশাপাশি, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও বন্ধু সিদ্ধার্থ পিঠানিরাও প্রায়-ই ওই বাগানবাড়িতে যেতেন বলে খবর! জানা যায়, পাবনা লেকের ওই বাগান বাড়িটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। প্রতি মাসে ভাড়া ছিল ২.৫ লক্ষ টাকা। দাবি করা হচ্ছে এই বাড়িতেই চলতো ড্রাগ চক্র। সুশান্তের মৃত্যুতে এবার মাদক হয়ে দাঁড়াচ্ছে মুখ্য কারণ। তবে এখনও জানা যায়নি তাঁর মৃত্যু সত্যিই আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন !

  Published by:Piya Banerjee
  First published: