#মুম্বই: বুঝুন কাণ্ড ! স্টক এক্সচেঞ্জে যখন স্টক ওঠা নামার খবর ক্রমাগত চলতেই থাকে৷ ঠিক সেই সময়ই স্টক এক্সচেঞ্জে আগুন ঝরানো খবর ! আর এই খবরই নেটিজেনদের চোখ পড়তে একেবারে হইহই কাণ্ড !
তা ঘটনাটি ঠিক কী ঘটেছিল? গপ্পোটা হল, শনিবার হঠাৎই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ট্যুইটার থেকে শেয়ার হলো বলিউডের চর্চিত নায়িকা মৌনি রায়ের একটি উষ্ণ ছবি ৷ যা দেখে রীতিমতো তাক লেগে গেল নেটিজেনদের ৷ নেটিজেনরা তো এই কাণ্ড দেখে একেবারেই অবাক ৷ প্রথম সবাই ব্যাপারটিকে কোনও বিজ্ঞাপনের ট্রিক বলেই ধরে ফেলেছিল ৷ কিন্তু পরে যখন মৌনি রায়ের সঙ্গে স্টকের কোনও যোগসূত্র না দেখতে পেয়ে ট্রোল শুরু ৷ততক্ষণে অবশ্য জল গড়িয়ে গোটা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ৷ ট্যুইটটির স্ক্রিনশট নিয়ে রীতিমতো ট্রোল শুরু হয়ে গিয়েছে !