#নয়াদিল্লি: এখন ভাইরালের যুক! বিশ্বের এ'প্রান্ত থেকে ও'প্রান্ত নিমেষে পৌঁছে যাচ্ছে কোনও কনটেন্ট! গুণমাণের উপর ভিত্তি করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক-ভিউ-শেয়ার! চোখের পলক পড়তে না পড়তেই ভাইরাল! এক কথায়, এখন আর ভাল কিছু, তা সে ছবি-ভিডিও হোক বা কারও কোনও বিশেষ প্রতিভা, আর লোকচক্ষুর আড়ালে ধাকে না! সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসতে কয়েকটা মুহূর্তের অপেক্ষা! এই যেমন, এই মুহূর্তে নেট দুনিয়ায় তুমুল ভাইরাল নাগাল্যান্ডের ডিমাপুরের যুবক এন কে নাগা! তাঁর গলায় কিশোর কুমারের জনপ্রিয় গান 'সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব' কাঁপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়া! যেমন ভাল-নির্ভুল বাংলা উচ্চারণ, তেমনি সুরেলা কন্ঠস্বর... নেটিজেনরা পুরো ফিদা!শুনুন গান--
১৯৫৮ সালের জনপ্রিয় ছবি 'লুকোচুরি'- তে কিশোর কুমারের এই গান আজও আপামর বাঙালি মননে গেঁথে। কিংবদন্তী সংগীতশিল্পীকে শ্রদ্ধা জানাতেই এন কে নাগার এই প্রয়াস। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি বলিউডের ডাকও পেয়েছেন তিনি। এন কে নাগার ভাষায়, '''কিশোর দা আমার অনুপ্রেরণা। বাঙালিদের প্রতি আমার ভালোবাসা জানাতেই বাংলা গান গাইলাম।''