#মুম্বই: নোরা ফতেহি ও গুরু রানধাওয়া। এই জুটি মানেই জোরদার কিছু একটা হতে চলেছে। অনেক দিন ধরেই তাঁদের দুজনকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় ছিলেন সকলে। গুরু রানধাওয়ার গানে পাগল গোটা দেশ। তাঁর গানের কথা, মিউজিক সব কিছুই চলে আলাদা ছন্দে।
দীর্ঘ অপেক্ষার পর এবার রিলিজ করল তাঁদের মিউজিক ভিডিও 'নাচ মেরি রানি।' রানধাওয়ার গানে লটকে ঝটকে দেখিয়ে নাচের জাদুতে মাতাল করলেন নোরা ফতেহি। এই ভিডিও ইউটিউবে রিলিজ করেছে। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন এই গান।
প্রসঙ্গত সম্প্রতি নোরাকে নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন আগেই নোরা ও টেরেন্স লুইসের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। নোরার নিতম্বে নাচতে গিয়ে হাত রেখেছিলেন টেরেন্স। যদিও ওই হাত ভুল করেই লেগে গিয়েছিল। কিন্তু এ নিয়ে চর্চার শেষ ছিল না। নোরাও জানিয়েছেন ইচ্ছা করে করেননি টেরেন্স। কিন্তু কে শোনে কার কথা। অবশেষে সোশ্যাল মিডিয়ায় লিখিত জানান টেরেন্স। ইচ্ছাকৃত নয় সে কথা স্পষ্ট করে দেন। তবে তার মাঝেই এই গানের ভিডিও মন জয় করেছে মানুষের। অসাধারণ নোরার নাচ। সেই সঙ্গে গুরু রানধাওয়া তো সবসময় ভালো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Guru Randhawa, Nora Fatehi