• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • শুধু শ্রীদেবীই নয়, রহস্যমৃত্যু হয়েছে এই সব তারকারাও

শুধু শ্রীদেবীই নয়, রহস্যমৃত্যু হয়েছে এই সব তারকারাও

শনিবার রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলিউডের চাঁদনি ! গোটা বিশ্ব হতবাক !

শনিবার রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলিউডের চাঁদনি ! গোটা বিশ্ব হতবাক !

শনিবার রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলিউডের চাঁদনি ! গোটা বিশ্ব হতবাক !

 • Share this:

  #কলকাতা: শনিবার রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলিউডের চাঁদনি ! গোটা বিশ্ব হতবাক ! শ্রীদেবীর মৃত্যু নিয়ে জট বাঁধতে থাকে রহস্য ৷ তবে শুধু শ্রীদেবীই নয়, আরও তারকা রয়েছেন যাদের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা কৌতুহল৷

  মেরিলিন মনরো মৃত্যু - ১৯৬২ বয়স - ৩৬ নিজের বেডরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। কুড়িটি ঘুমের ওষুধ খেয়েছিলেন।

  জিমি হেনড্রিক্স মৃত্যু -১৯৭০ সাল বয়স - ২৭ অতিরিক্ত মাদক সেবন সঙ্গে ঘুমের ওষুধ। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, বমি আটকে শ্বাসরোধ হয়ে মৃত্যু।

  জিম মরিসন মৃত্যু - ১৯৭১ সাল বয়স - ২৭ অবসাদ, অতিরিক্ত মাদক সেবন। শেষের দিকে একাই থাকতেন। বাথরুমের বাথটাবে মৃত্যু। অটোপসি হয়নি।

  এলভিস প্রেসলি মৃত্যু - ১৯৭৭ সাল বয়স - ৪২ অতিরিক্ত মাদক সেবনে শরীর ভেঙে পড়েছিল। বাথরুমের মেঝেয় মৃত অবস্থায় পাওয়া যায়।

  কার্ট কোবেন মৃত্যু - ১৯৯৪ সাল বয়স - ২৭ আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাদকের প্রভাবে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

  হিথ লেজার মৃত্যু - ২০০৮ সাল বয়স - ২৮ অতিরিক্ত মদ ও মাদক একসঙ্গে নেওয়ার ফলে মৃত্যু।

  মাইকেল জ্যাকসন মৃত্যু- ২০০৯ সাল বয়স - ৫০ নিয়মিত মাদক এবং কড়া ডোজের ওষুধ। শ্বাসরোধ হয়ে মৃত্যু।

  হুইটনি হাউস্টন মৃত্যু - ২০১২ সাল বয়স - ৪৮ হেটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্টে কোকেনের প্রভাবের উল্লেখ। ----------- গুরু দত্ত মৃত্যু - ১৯৬৪ বয়স - ৩৯ আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অ্যালকোহল আর ঘুমের ওষুধ একসঙ্গে খেয়েছিলেন। তাতেই মৃত্যু।

  মীনা কুমারী মৃত্যু - ১৯৭২ বয়স - ৩৮ অবসাদ থেকে অতিরিক্ত মদ্যপান। লিভার সিরোসিসে মৃত্যু।

  দিব্যা ভারতী মৃত্যু - ১৯৯৩ বয়স - ১৯ পাঁচতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু। মদের প্রভাবে আত্মহত্যা, না কেউ ঠেলে ফেলে দিয়েছিল। তা আজও প্রমাণ হয়নি।

  মনমোহন দেশাই মৃত্যু - ১৯৯৪ বয়স - ৫৭ অবসাদে ভুগছিলেন। ব্যালকনি থেকে পড়ে মৃত্যু। আত্মহত্যা কিনা তা আজও অজানা।

  সিল্ক স্মিথা মৃত্যু - ১৯৯৬ বয়স - ৩৫ অবসাদ থেকে আত্মহত্যা।

  নাফিসা জোসেফ মৃত্যু - ২০০৪ বয়স - ২৬ বিয়ে ভেঙে যাওয়ায় অবসাদ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা।

  পরভিন ববি মৃত্যু - ২০০৫ বয়স - ৫৫ একা থাকতেন। তিনদিন পরে মৃত্যুর খবর পাওয়া যায়। পোস্টমর্টেমে পাকস্থলীতে কোনও খাবার পাওয়া যায়নি। তবে অ্যালকোহল মিলেছিল।

  জিয়া খান মৃত্যু - ২০১৩ বয়স - ২৫ নিজের বেডরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা।

  First published: