নয়াদিল্লি: মাত্র ৩ দিনেই শহরুখের 'পাঠান' কে হারাল রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিল এই ছবি। গত ১৭ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটি মুক্তির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় বসে ছিলেন দর্শকরা। ছবি মুক্তির ৩ দিনের মধ্যেই ছক্কা হাঁকাল এই ছবি।
নরওয়েতে প্রথম দিনেই বিপুল ব্যবসা করেছে এই ছবি। ইতিমধ্যেই বিদেশের বাজারে ৭৪৫ হাজার ক্রোন আয় করেছে রানির 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সপ্তাহের শেষে বলিউড ছবির নিরেখে সর্বোচ্চ আয় করেছে এই ছবি।
আরও পড়ুন: বড় খবর জানা গেল পুষ্পা ২-র অফিসিয়াল টিজার রিলিজের ডেট, রয়েছে চমক
এর আগে পাঠান আয় করেছিল ৪.১ হাজার ক্রোন। এবার সেই রেকর্ড ভেঙে দিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট থেকে জানা গিয়েছে যে শুক্রবার এই ছবি ১.২৭ কোটি, শনিবার ২.২৬ কোটি ও রবিবার ২.৮৯ কোটি ও সোমবার ৯১ লক্ষ টাকার ব্যবসা করেছে।
নিজের সন্তানকে ফিরে পাওয়ার লড়াইয়ের এই ছবি নিয়ে বহুদিন ধরেই আগ্রহে বসে ছিলেন দর্শকরা। ছবি মুক্তির পরেই মানুষের ভিড় জমে গিয়েছে বিভিন্ন সিনেমা হলে। ভারত ছাড়াও বিদেশের মাটিতেও অত্যন্ত ভালবাসা পেয়েছে এই ছবি। আগামী দিনেও সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে রানীর এই ছবি এমনই মনে করছেন চিত্র সমালোচকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Entertainment