corona virus btn
corona virus btn
Loading

'মিতওয়া' গাইতে গাইতে জমাটি নাচ, মঞ্চ মাতালেন মোনালি ঠাকুর, দেখুন ভাইরাল ভিডিও--

'মিতওয়া' গাইতে গাইতে জমাটি নাচ, মঞ্চ মাতালেন মোনালি ঠাকুর, দেখুন ভাইরাল ভিডিও--

ভিডিওটি না দেখলে মিস করবেন--

  • Share this:

#মুম্বই: এই মুহূর্তে জনপ্রিয় সেলেবদের তালিকায় বঙ্গললনা মোনালি ঠাকুর ১ থেকে ১০-এর মধ্যে পড়বেনই ! টিভি শো-এর বিচারক থেকে শুরু করে সিনেমাতে প্লেব্যাক...চুটিয়ে কাজ করছেন মোনালি। পেয়েছেন জাতীয় পুরষ্কারও!

এই মুহূর্তে নেট দুনিয়ায় ঝড় তুলেছে বঙ্গললনার একটি 'সুপার' পারফরম্যান্স ! অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান শপিং ফেস্টিভ্যালে 'মিতওয়া' গানের সঙ্গে জমাটি নাচ রীতিমতো ভাইরাল! শেয়ার আর লাইকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে!

দেখুন সেই ভিডিও--
 
ব্যাপক সাড়া ফেলেছিল মোনালির  পুজোর গান 'দুগ্গা এল'! সবার মুখে মুখে ঘুরছে , ''কবে মন কাশবন, দুলছে যে শাড়ি, কবে ঢাক, দেবে ডাক, গুনছে যে তারিখ'! লাল আর সবুজ গাদোয়াল, সোনার গয়না, লাল টিপে এক্কেবারে ট্রাডিশনাল লুক-এ ধরা দিয়েছেন সুন্দরী। গানটি কম্পোজ করেছেন গুড্ডু।

 দিক কয়েক আগেই মুক্তি পায় মোনালির 'পানি পানি রে'। সেই গানটি ঘিরেও উন্মাদনা তুঙ্গে । স্বর্গীয় লোকেশনে, কখনও নীল কাঁচের মতো স্বচ্ছ জল... কখনও গভীর জঙ্গলের হাতছানি, কখনও বা লেলিহান অগ্নিশিখার সঙ্গে তাল মিলিয়ে মোনালির সুরেলা কণ্ঠ... নেট দুনিয়ায় শেয়ার হতেই গান ভাইরাল।

First published: November 11, 2019, 6:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर