corona virus btn
corona virus btn
Loading

মোনালি ঠাকুরকে ঘুম থেকে তুলতে কী না করল পোষ্য কুকুর...হাসতে হাসতে পেটে খিল ধরবে

মোনালি ঠাকুরকে ঘুম থেকে তুলতে কী না করল পোষ্য কুকুর...হাসতে হাসতে পেটে খিল ধরবে

দেখুন ভাইরাল ভিডিও--

  • Share this:

#মুম্বই: ফুল 'মুড'-এ রয়েছেন শীত বুড়ো... জমিয়ে ঠাণ্ডা পড়েছে! লেপ গায়ে মুড়ে দিব্য ঘুমাচ্ছিলেন সঙ্গীতশিল্পী-অভিনেত্রী  মোনালি ঠাকুর! কিন্তু তা মানবে কেন পোষ্য কুকুর দাইচি ? কিছুতেই 'মা' কে বিছানায় থাকতে দেবে না! সটাং খাটে উঠে পড়ে শুরু হল তার 'মা'-কে ঘুম থেকে ডেকে তোলার নানা কসরত!

দাইচি-র ব্রিড বিগেল! আবদার একটাই,  'মা'-কে তার সঙ্গে 'লড়াই লড়াই' খেলতে হবে! মোনালি যতই বলে, 'এখন নয়, পরে! এখন তুমি ঘর থেকে বেরিয়ে যাও', তত অভিমানে মুখ ফোলাচ্ছে দাইচি... রাগ করে মুখও ঘুরিয়ে নিচ্ছে ! প্রথমে করুণ অভিমান ভরা গলায় ডাকলেও, পরে তা রীতিমতো একটানা 'ঘেউঘেউ' হয়ে যায়! ভিডিওতে শোন যায়, মোনালি বলছেন, 'তোমার নালিশ শুনতে পারছি না দাইচি'... কিন্তু দাইচি বাবু তা মানবে কেন ? এখন তো তার খেলা করা সময়... এই সময় 'মা 'ঘুমালে চলে?

মজার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোনালি নিজেই! নেট দুনিয়ায় শেয়ার হতেই নিমেষে ভাইরাল! নেটিজেনরা বেজায় খুশি... কেউ বা লিখছেন 'ভারী মিষ্টি ভিডিও', কে বা লিখছেন 'দাইচির মত মিষ্টি কুকুর আর হয় না!'

দেখুন সেই ভিডিও--    
Published by: Rukmini Mazumder
First published: January 2, 2020, 9:49 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर