• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ViralVideo: বিয়ের আসরে বড় চমক ! খই পুড়িয়েই নতুন স্ত্রীকে কোলে তুললেন নতুন বর, তুমুল গতিতে ভাইরাল ভিডিও

ViralVideo: বিয়ের আসরে বড় চমক ! খই পুড়িয়েই নতুন স্ত্রীকে কোলে তুললেন নতুন বর, তুমুল গতিতে ভাইরাল ভিডিওবদলেছে সময়, স্রোতের বিপরীতে গিয়ে নতুন বরের কীর্তির ভিডিও সুপার ভাইরাল

বদলেছে সময়, স্রোতের বিপরীতে গিয়ে নতুন বরের কীর্তির ভিডিও সুপার ভাইরাল

বদলেছে সময়, স্রোতের বিপরীতে গিয়ে নতুন বরের কীর্তির ভিডিও সুপার ভাইরাল

 • Share this:

  বিয়ে অর্থাৎ নতুন জীবনের পথে নিজেকে প্রতিষ্ঠিত করা ৷ বিয়ে এমনই এক মাঙ্গলিক অনুষ্ঠান য়েখানে বিভিন্ন রীতিনীতি মেনে দুই প্রাণ এক হয় ৷ দুই পরিবারের মধ্যে এক স্বপ্নের বিন্যাস হয় এই বিয়ের মধ্যেই ৷ এক সংস্কৃতির সঙ্গে অপর সংস্কৃতির যে আদান প্রদান হয় ৷ সূর্যদয়ের আগে থেকেই বিয়ের নানান রীতিনীতি চলতে থাকে ৷

  যেমন দধিমঙ্গল, জল সইতে যাওয়া, গায়ে হলুদ, আইবুড়ো নাম ঘোঁচানো, বৃদ্ধি বা নান্দীমুখ, বরবরণ, সম্প্রদান, সাত পাকে বাঁধা, খই পোড়ানো, বাসি বিয়ে ইত্যাদি ৷ প্রতিটি ক্ষেত্রেই নতুন জীবনে প্রবেশের ক্ষেত্রে এই নিয়ম বা রীতিগুলি নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় ৷ আর তাতেই নাকি মঙ্গল হয় এমনই প্রচলিত আছে ৷ বিয়ের প্রতিটি রীতিনীতির আলাদা আলাদা করে অর্থ আছে ৷ আছে অর্থবহতাও ৷ বিশেষত খই পোড়ানোর এক আলাদা বা প্রতীকী অর্থ রয়েছে ৷

  খই লজ্জার প্রতীক তাই বিয়ের মণ্ডপে বহু মানুষের সামনে পর পুরুষ জড়িয়ে ধরছে, খই পুড়িয়ে লজ্জা নিঃশেষ করে সেই পুরুষকে আপন করার রীতিই মূলত মানা হয় ৷ এই তো গেল মাঙ্গলিক অনুষ্ঠানের কথা, বিয়োগান্তরের ক্ষেত্রেও খই ছড়িয়ে শেষকৃত্যর পথে নিয়ে যাওয়া হয় মৃতদেহকে ৷ একটি বিশ্বাস বদ্ধমূল হয়ে মানুষের মনে আছে যে, জন্মানো বা মৃত্যুর সময়ে শরীরে লজ্জাবস্ত্র ছাড়া একটিও সুতো বা বস্ত্র থাকেনা ৷ তাই যাওয়ার সময়ে খই ছিটিয়ে আহ্বান জানানো হয় দেহত্যাগের সঙ্গে সঙ্গে লজ্জারও ত্যাগ হল, এই মতই প্রচলিত আছে ৷ তবে সব থেকে বড় বিষয় হল এই ভিডিওটির ক্ষেত্রে স্বামী সারা জীবনের জন্য ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তিনি খই পুড়িয়ে ছাদনাতলা থেকে নতুন বউকে কোলে তুলে নিলেন ৷

  ভিডিওটি তিন থেকে চার মাস আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে ৷ তবে একটি অন্য বার্তা দেওয়া হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি ৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই আমরা করিনি ৷

  Published by:Arjun Neogi
  First published: