#কলকাতা: বাবা ভারতের সেরা বোলারদের একজন আর মা মডেল ও অভিনেত্রী ৷ একজন মহম্মদ শামি অন্যজন তাঁর স্ত্রী হাসিন জাহান ৷ তাদের দুজনেরই একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ৷ আর সেখানে তাঁরা নিজেদের পাশাপাশি মেয়ের নানা কার্যকলাপের ভিডিও ছবিও সেখানে পোস্ট করেন ৷ এইরকমই মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মা হাসিন একটি ভিডিও পোস্ট করেছেন ৷ যেখানে হৃতিক রোশন অভিনীত ক্রিশ ৩ ছবির -‘দিল তু হি বাতা’ এই গানে নাচতে দেখা গেছে মা ও মেয়েকে ৷
দেখে নিন শামির খুদে কন্যার ভাইরাল ভিডিও ৷
করোনা আবহে সারা পৃথিবী দিশেহারা এই অবস্থায় সকলেই তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে ৷ শামি -হাসিন দ্বন্দ্বের জেরে এখন তাঁরা একসঙ্গে থাকেন না ৷ এই অবস্থায় খুদে মেয়ে প্রধানত মায়ের সঙ্গেই থাকে ৷