কলকাতা: বহুদিন পর 'ডান্স বাংলা ডান্স'-এ ফিরে দীর্ঘ দিন পর এসেছেন মিঠুন চক্রবর্তী। প্রতি সপ্তাহে শনি ও রবিবার এই শো-তে তাঁকে নিয়মিত দেখা যায়। এই শো-তে গত শনিবার তিনি এই মন্তব্য করেন, নিজের গায়ের রঙের জন্য তিনি নাকি কাজ পেতেন না। পরে নাচের মাধ্যমে তিনি চলচিত্র জগতে জায়গা করে নেন। নাচ করেই তিনি জীবনের প্রথম অর্থ উপার্জন করেন।
১ এপ্রিল 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে আসেন স্বনামধন্য নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ। অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের মা। সেই শো-তে তাঁর নাচ দেখে মগ্ধু হন সকলে। মঞ্চেই সকলকে তাকে লাগিয়ে দিয়ে তিনি জানান, তাঁর বয়স এখন ৮১। তা শুনে সবাই অবাক হয়ে যায়। এই বয়সে সাধারণত মানুষ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভোগে, সেখানে নাচ তো অকল্পনীয়!
আরও পড়ুন: ৮১-তেও নাচে 'না' নেই! 'শৈল মা' চান্দ্রেয়ীর মা কে চেনেন? তাঁর ফিটনেস অবাক করবেমিঠুন চক্রবর্তী তাঁকে উদ্দেশ্য করে বলেন, তিনি সব মেয়েদের প্রেরণা। যারা নাচের প্রতি অবজ্ঞা দেখায়, নিজের সন্তানকে নাচ শিখতে দেয় না, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব হলেন পূর্ণিমা দেবী।
আরও পড়ুন: সত্যিই 'গাঁটছাড়া' ছেড়ে দিচ্ছেন 'খড়ি' ! অবশেষে রহস্য ফাঁস করলেন স্বয়ং শোলাঙ্কিআর তখনই কথা প্রসঙ্গে মিঠুন বলেন "নাচ করে আমি আমার প্রথম অর্জন শুরু করেছি। তার কারণ আমার গায়ের রঙের জন্য কেউ আমাকে কাজ দেয়নি একটা সময়। সবাই গালিগালাজ দিয়েছে। কী না কী বলেছে আমায়, লাঞ্ছনার যদি কোনও সীমা থাকে সেটাও ছাড়িয়ে গিয়েছিল অনেকে। কিন্তু আমার জীবনের অর্জন আমি করেছি নাচ দিয়ে। আর তারপর সেই নাচ আমাকে পৃথিবী-বিখ্যাত করেছে। আমি বলি আমাকে দেখেও এখন আপনাদের বলতে ইচ্ছে করে? একটা নাচ করে ২০ সি মধু সেন গার্ডেন লেনের গরীব ঘরের ছেলে পৃথিবী বিখ্যাত হয়েছে, তারপরেও আপনারা এই কথা কী করে বলেন?"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।