#কলকাতা: নিজের মামার ওপর অভিযোগ আনলেন অভিনেত্রী মিশমি দাস ৷ ফেসবুকে মোটা অক্ষরে মামার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন টলিপাড়ার এই অভিনেত্রী ৷ সোজা-সাপটা ভাষায় জানিয়ে দিলেন, তাঁর মামা ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে চলেছেন তাঁর দাদু-দিদার ওপর ৷ যাঁদের বয়স, ৯০ ও ৮২ ! মিশমির এই ফেসবুক পোস্টে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ প্রশ্ন উঠেছে শহরের বর্ষীয়ান নাগরিকদের ভাল থাকা-মন্দ থাকা নিয়েও ৷
তা কী লিখলেন মিশমি? মামার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আনলেন তিনি ?
মিশমি লিখলেন, ‘বহুদিন ধরেই দাদু-দিদার ওপর অকথ্য অত্যাচার চলছিল ৷ আমার মামা ও তাঁর পরিবারের লোক রীতমতো মেরে ফেলার হুমকি দিয়েছে ৷ গত ৪ অগস্ট বাড়ি থেকে দাদু-দিদাকে বার করে দিয়েছে তাঁরা ৷ তাঁর আগের রাতে দাদু-দিদাকে জুতো, বেল্ট দিয়ে মারা হয় ৷ দাদু রেলের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন ৷ পেনশেন পেতেন, তবে সেই পেনশন তাঁদের থেকে কেড়ে নেওয়া হতো ৷ অকথ্য ভাষায় আক্রমণ করা হতো ৷ এই ঘটনার প্রতিবাদ করছি ৷ ’
এই পোস্টটিকে বহু সংখ্যায় শেয়ার করার অনুরোধও নেটিজেনদের কাছে করেছেন মিশমি ৷ তাঁর এই প্রতিবাদে পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি৷ তবে এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত তাঁর মামার বাড়ির তরফ থেকে কোনও মন্তব্য বা পোস্ট পাওয়া যায়নি ৷ পোস্টের সঙ্গে মিশমি বেশ কিছু ছবিও আপলোড করেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tollywood