#কলকাতা: কুকুর যে কত প্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর, তা উনি বারে বারেই প্রমাণ দিয়েছেন ৷ তাই তো মিমি নিজের পোষ্যকে পরিবারের সদস্য হিসেবেই দেখেন৷ এমনকী, নিজের সন্তানের মতোই পোষ্যকে ভালোবাসেন মিমি ! ইনস্টাগ্রামে তিনি মাঝে মধ্যেই শেয়ার করলেন নিজের পোষ্যের ছবি ৷ কখনও তার বার্থডে, কখনও তার সঙ্গে খুনসুটি ৷
তবে এবার মিমি যা করলেন, তা সত্যিই বাহবা পাওয়ার মতো ৷ মিমি ট্যুইট করলেন এক হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান দিয়ে ৷
ট্যুইটে মিমি লিখলেন, ‘কসবার রাস্তায় একে পাওয়া গিয়েছে ৷ এই পোষ্য যদি কারও হয়, তাহলে এখনই যোগাযোগ করুন ৷ কেউ যদি একে দত্তক নিতে চান তাহলে যোগাযোগ করুন৷ এর বয়স পাঁচ মাস ৷ ’
দেখুন মিমির সেই ট্যুইট---
Found her on the road near Kasba Bosepukur by @kashikasppaws If she belongs to anyone please come and take it from our store... If someone wants to adopt can also get in touch.. She is 5months old.. Very healthy pup.. Mixed of Labrador retriever... 9038043590 pic.twitter.com/DosZp5tOAJ
— Mimssi (@mimichakraborty) February 17, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dog, Mimi Chakraborty, Tweet