#কলকাতা: 'আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি'। পুজো সত্যি এসে গিয়েছে। তবে নেই শরতের নীল আকাশ। দোকান বাজারে ভিড় কিংবা পুজোর গন্ধ। করোনা আবহে সকলের মন খারাপ। মন ভাল করার খানিক দায়িত্ব নিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। মহামায়া রূপে আসছেন তিনি। একটি বিনোদন চ্যানেলের এ বছরের মহালয়ার অনুষ্ঠানে দুর্গা হচ্ছেন মিমি। মা দুর্গা হতে পেরে খুশি নায়িকা নিজেও।
মিমির চেহারায় বেশ সাবেকিয়ানা রয়েছে। চোখের ভাষা স্পষ্ট। তবে দুর্গা হিসেবে তাঁকে দর্শক কতটা গ্রহণ করেন, সেটাই দেখার। প্রথমবার মহালয়া করছেন, বেশ নার্ভাস ছিলেন মিমি। তাঁর কথায়, ' এই প্রথমবার মা দুর্গার বেশে নিজেকে দেখলাম। মহালয়া করতে খুব ভাল লেগেছে।'
এই অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই অনেকটাই নাচ ও ফাইট সিকোয়েন্স রয়েছে। তার জন্য প্রচুর প্র্যাকটিস করেছেন মিমি। নায়িকা বললেন, 'অনেক নতুন চমক রয়েছে এই মহালয়ার অনুষ্ঠানে। একদিনে দু’বার করে পোশাক বদল করতে হতো। তার মধ্যে কঠিন ফাইট সিকোয়েন্স, ভারী গয়না, সঙ্গে নাচতেও হয়েছে। সব মিলিয়ে বেগ পেতে হয়েছে।'
এর আগে অনেক নায়িকারাই মহালয়া করেছেন, তুলনা করার একটা জায়গা রয়েই যায়। এই প্রসঙ্গে মিমি বললেন, 'এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। কিন্তু চিন্তা ছিল। এতদিন আমার আগে যাঁরা করেছেন, সকলেই ভীষণ ভাল। আমিও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।'
রাজনৈতিক কর্তব্য, সঙ্গে অভিনয় সামলে মহালয়ার করার জন্য নিজেকে তৈরি করেছেন নায়িকা। মিমির আশা করেন, 'মা দুর্গার আশীর্বাদে সকলের ভাল লাগবে, আমার এই চেষ্টা।'
Arunima Dey