Home /News /entertainment /
শ্যুটিং ফ্লোরে সবার হাতে স্যানিটাইজার স্প্রে, শ্যুটিং শুরু মিমি, নুসরত, যশের

শ্যুটিং ফ্লোরে সবার হাতে স্যানিটাইজার স্প্রে, শ্যুটিং শুরু মিমি, নুসরত, যশের

Instagram

Instagram

শুরু হয়ে গেল মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও যশ দাশগুপ্ত-র নতুন ছবি ‘এস ও এস কলকাতা’র শ্যুটিং ৷

 • Share this:

  #কলকাতা: করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন ৷ আর লকডাউনের জেরে বহুদিন ধরেই বন্ধ ছিল সিনেমার শ্যুটিং ৷ তবে অবশেষে লকডাউন হল হালকা ৷ এল শ্যুটিংয়ের গাইডলাইন ৷ আর তা মেনেই শুরু হয়ে গেল মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও যশ দাশগুপ্ত-র নতুন ছবি ‘এস ও এস কলকাতা’র শ্যুটিং ৷ আর এই শ্যুটিং শুরুর আনন্দেই মেতে উঠলেন অভিনেতারা ৷ হাতে স্যানিটাইজারের বোতল, মুখে মাস্ক ৷ এমনকী, গোটা ইউনিটের লোকদের স্যানিটাইজেশনের দিকে কড়া নজর দিলেন মিমি, নুসরতেরা ৷

  এই শ্যুটিং শুরুর ভিডিওই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন মিমি ৷ তাঁরা সিনেমার শ্যুটিংকে কতটা মিস করছিলেন, তা ভিডিও দেখেই স্পষ্ট বোঝা গেল ৷ পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবিতে মিমি, নুসরতের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। করোনা ভাইরাসের মোকাবিলায় প্রথম থেকেই তৎপর সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলেই বরাবর করোনা মোকাবিলা নিয়ে ভিডিও আপলোড করেছেন মিমি ৷ নানা বার্তাও দিয়েছেন তিনি ৷ অন্যদিকে, নুসরত, যশ দাশগুপ্তরাও করোনা মোকাবিলায় সাধারণ মানুষদের সচেতন করতে বার বার এগিয়ে এসেছেন ৷
  Published by:Akash Misra
  First published:

  Tags: Mimi Chakraborty

  পরবর্তী খবর