#কলকাতা: আমফানের তাণ্ডবে একেবারে তছনছ কলকাতাসহ, হাওড়া, দক্ষিণ ২৪ চব্বিশ পরগণা৷ বহু মানুষ হারিয়েছে তাঁদের বাসস্থান ৷ বহু গাছ হারিয়েছে তাঁদের শিকড় ৷ গাছ পড়ে বহু রাস্তা এখনও বন্ধ৷ তৎপরতার সাহায্যে চলছে গাছ কাটার গাছ ৷ আর সেই গাছ কাটা কর্মীদের পাশে দাঁড়ালেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ কর্মীদের কাছে এগিয়ে দিলেন বিস্কুটের প্যাকেট, জলের বোতল ৷
সেই ছবিই নিজের ট্যুইটারে পোস্ট করে মিমি লিখলেন, ‘এই গরমে রাস্তায় নেমে আমাদের জন্য এরা গাছ করে চলেছেন ৷ এদের পাশেও আমাদের দাঁড়ানো উচিত জলের বোতল, বিস্কুট, মুড়ি ও গ্লুকোজ নিয়ে ! কথায় আছে না...এনার্জি হলে কাজ আরও ভাল হবে ৷’
বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ক্ষতি হয়েছে শহর কলকাতাতেও। আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সোনারপুর, বারুইপুরের বিভিন্ন এলাকা। একদিকে করোনা, অন্য দিকে আমফানের প্রভাবে নাজেহাল অবস্থা এই সব এলাকার মানুষদের। গত শুক্রবার বারুইপুর, সোনারপুর এবং ভাঙ্গরে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন সাংসদ মিমি চক্রবর্তী ও তাঁর প্রতিনিধি দল। যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন মিমি।
They are working relentlessly round the clock in this heat for us..Help them wit a bottle of water biscuits muri, glucose water if u can.. (as we say energy holeh kaaj aaro bhalo hobe) Restoration is on #AmphanAftermath pic.twitter.com/6mPvG3ZCSd
— Mimssi (@mimichakraborty) May 26, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan, Kolkata, Mimi Chakraborty