হোম /খবর /বিনোদন /
মুম্বইয়ে অঝোরে বৃষ্টি, পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ফের এগিয়ে এলেন সোনু সুদ

মুম্বইয়ে অঝোরে বৃষ্টি, পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ফের এগিয়ে এলেন সোনু সুদ

করোনার আবহে পরিযায়ী শ্রমিকদের যেভাবে পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ তাতে রাতারাতি তিনি মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছেন ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফ্যানদের কাছে তিনি বলিউডের আসল হিরো ! পরিযায়ী শ্রমিকদের কাছে তিনি মসিহা ৷ হ্যাঁ, করোনার আবহে পরিযায়ী শ্রমিকদের যেভাবে পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ তাতে রাতারাতি তিনি মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছেন ৷ কখনও বাস, কখনও ট্রেন, এমনকী, বিমানে করেও পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাসস্থানে পাঠিয়েছেন সোনু সুদ ৷

সেই মসিহা সোনু সুদের আরেকটি ভিডিও সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গেল মুম্বইয়ের অঝোর বৃষ্টিতেও শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন সোনু সুদ ৷ একে একে তাঁদের বাসেও উঠতে সাহায্য করলেন ৷দেখুন সোনুর সেই ভাইরাল ভিডিও---
Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Sonu Sood