• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অবিকল অরিজিৎ সিং, ফেসবুকে ভাইরাল যুবকের গান !

অবিকল অরিজিৎ সিং, ফেসবুকে ভাইরাল যুবকের গান !

যুবক অবিকল অরিজিৎ সিংয়ের মতো গান গেয়েছেন

যুবক অবিকল অরিজিৎ সিংয়ের মতো গান গেয়েছেন

যুবক অবিকল অরিজিৎ সিংয়ের মতো গান গেয়েছেন

 • Share this:

  #কলকাতা: ফেসবুক ব্যাপারটা বেশ মজার ৷ প্রথম প্রথম ছিল বন্ধুকে খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম৷ তারপর এই ফেসবুক হল নিজেকে উজাড় করে দেওয়ার এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ৷ তারপর সময় যত এগিয়ে গেল, ততই ফেসবুক বদলে যেতে শুরু করল ৷ এখন তো খবর থেকে খাবার সবই ফেসবুকে ভাইরাল ৷ আর এই ভাইরাল হতে গিয়েই নানা মানুষের নানা প্রচেষ্টা ৷ চেপে থাকা প্রতিভাকে সবার সামনে নিয়ে আসার এখন দারুণ মাধ্যম এই ফেসবুক ৷ সেই কারণেই ফেসবুকে এখন নিজেদের প্রতিভার প্রকাশে সবাই ব্যস্ত ৷

  সেরকমই এক ভিডিও এবার এসেছে সামনে, যেখানে দেখা যাচ্ছে এক যুবক অবিকল অরিজিৎ সিংয়ের মতো গান গেয়েছেন ৷ যুবকের নাম অরিন্দম চট্টোপাধ্যায়৷ তিনি ভিডিওতে গেয়েছেন ‘খয়েরিয়ত পুছো’ গানটি ৷ এই গানটি গেয়ে ইতিমধ্যেই ফেসবুকে জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ তিনি যে অরিজিৎ সিংয়ের খুব বড় ফ্যান, তাও প্রমাণ দিয়েছেন গানটি গেয়ে ৷ তাঁর বন্ধুরা তো পছন্দ করেছেনই তাঁর গান, এবার ফেসবুকেও ভাইরাল ৷

  শুনে নিন যুবকেরই সেই গান---

  First published: