#কলকাতা: শীত পড়তেই শুরু হয়েছে বিয়ের মরশুম। তার মাঝেই নিজের বিয়ের লেন্স বন্দি মুহূর্তকে আরও একবার ছুঁয়ে দেখলেন সঙ্গীত শিল্পী মেখ্লা দাসগুপ্ত। গত বছর চার হাত এক হয়েছিল মেখ্লা দাশগুপ্ত ও অর্কপ্রভ চৌধুরীর। কিন্তু বিবাহ বার্ষিকী হবে অথচ গান থাকবে না তা কখনও হয়? নিজের বিয়ের ভিডিওতেই সুর বাঁধলেন মেখ্লা। মন কেড়ে নিলেন নেটিজেনদের।
'এভাবেই আমার হয়ে যাবে' গানের সুরেই দুই হাত এক হল মেখ্লা অর্কপ্রভর।ভিডিও জুড়ে ধরা পড়ল বিয়ের একাধিক মুহূর্তের ছবি। মেখ্লার ফ্যানেরা সরাসরি তাঁর বিয়ে না দেখতে পেলেও আর অভিযোগ করতে পারবেন না। নিজেই গান গেয়ে নিজের বিয়ের দৃশ্য দর্শকদের উদ্দেশ্যে ফ্রেমবন্দি করলেন মেখ্লা।
আরও পড়ুন: প্রয়াত মায়া ঘোষ, নাট্যজগতে শোকের ছায়া
ভিডিও জুড়ে ধরা পড়ল বিশেষ দিনের অনেক মুহূর্তের ছবি। হাশি-খুশি যুগলের প্রেমের ইশারা ধরা পড়ল ভিডিও জুড়ে। টানা ৮ বছর প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছেন মেখ্লা-অর্ক। আর বছরপূর্তি হতে না হতেই নিজের বিয়ের সেরা মুহূর্তগুলো গানের সুরে বাঁধলেন মেখলা।
গানের কথা লিখেছেন অভিমান পাল। এই মিষ্টি গানে মেখ্লার সঙ্গে গলা মিলিয়েছেন রূপক তিওয়ারি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Youtuber