হোম /খবর /বিনোদন /
মিতালি রাজ থেকে জয়ললিতা, একের পর এক বলিউড বায়োপিকের সম্পদ কাদের জীবন?

মিতালি রাজ থেকে জয়ললিতা, একের পর এক বলিউড বায়োপিকের সম্পদ কাদের জীবন?

মিতালি রাজ থেকে উধম সিং, একের পর এক বলিউড বায়োপিকের সম্পদ কাদের জীবন?

মিতালি রাজ থেকে উধম সিং, একের পর এক বলিউড বায়োপিকের সম্পদ কাদের জীবন?

দেখে নেওয়া যাক বলিউডের আসন্ন বায়োপিকের তালিকা!

  • Share this:

#মুম্বই: ২০২০ সালের খরা কাটিয়ে পুরো দমে ফিরছে বলিউড। সিকোয়েলের পাশাপাশি এবার হাতিয়ার একগুচ্ছ বায়োপিক। তালিকায় রয়েছেন মহিলা ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj) থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী সর্দা উধম সিং (Sardar Udham Singh)। এর মধ্যে বেশ কয়েকটি ছবি আবার এই বছরও রিলিজ করতে পারে। এবার দেখে নেওয়া যাক বলিউডের আসন্ন বায়োপিকের তালিকা!

সদ্য ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে প্রথমবার ১০,০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন মিতালি রাজ (Mithali Raj)। এবার তাঁর বায়োপিক সাবাস মিঠু (Shabaash Mithu)-তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu)। ছবিটির পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া (Rahul Dholakia)।

শেষবার দ্য গার্ল অন দ্য ট্রেন (The Girl on the Train) সিনেমায় দেখা গিয়েছিল পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra)। এবার সাইনা নেহওয়ালের (Saina Nehwal) বায়োপিক সাইনায় (Saina) মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সব ঠিক থাকলে, ২৬ মার্চ রিলিজ করছে ব্যাডমিন্টন তারকা সাইন নেহওয়ালের উপরে তৈরি এই ছবি। ছবিটির পরিচালনা করেছেন অমোল গুপ্তে (Amole Gupte)। পরিণীতি চোপড়া ছাড়াও পরেশ রাওয়াল (Paresh Rawal) ও মানব কৌলকে (Manav Kaul) দেখা যাবে। ছবিটির প্রযোজনা করেছন ভূষণ কুমার (Bhushan Kumar), কৃষ্ণণ কুমার (Krishan Kumar)।

ছবির নাম এক্কিস (Ekkis)। PVC পুরস্কার প্রাপক অরুণ খেতরপালের (Arun Khetarpal) এই বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)। ছবির পরিচালনায় রয়েছেন শ্রীরাম রাঘবন (Sriram Raghavan)।

ছবির নাম তালাইভি (Thalaivi)। জয়ললিতার (J Jayalalithaa) ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। কী ভাবে একজন অভিনেত্রী থেকে দক্ষিণ ভারতের অন্যতম বড় রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন জয়ললিতা, সেই গল্পই বলবে এই ছবি।

২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। স্টক ব্রোকার হর্ষদ মেহতার (Harshad Mehta) চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। ছবির নাম দ্য বিগ বুল (The Big Bull)। পরিচালনা করেছেন কুকি গুলাটি (Kookie Gulati)।

স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিংয়ের (Udham Singh) উপরে বায়োপিক তৈরি করছেন সুজিত সরকার (Shoojit Sircar)। উধম সিংয়ের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে (Vicky Kaushal)। এই বায়োপিকের প্রযোজনা করেছেন রনি লাহিড়ি (Ronnie Lahiri) ও শীল কুমার (Sheel Kumar)। সুর দিয়েছেন অজয়-অতুল। ছবির রিলিজ নিয়ে ইতিমধ্যেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। ভিকি ছাড়া বনিতা সান্ধু (Banita Snadhu), স্টিফেন হোগান (Stephen Hogan) ও মণীষা কৈরালাকেও (Manisha Koirala) অভিনয় করতে দেখা যাবে।

পরিচালনায় মেঘনা গুলজার (Meghna Gulzar)। ছবির নাম স্যাম (Sam)। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ (Marshall Sam Manekshaw)-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে (Vicky Kaushal)। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পটভূমিও থাকবে এই সিনেমায়।

এই সিনেমায় ভারতীয় ফুটবলের সোনালি সময়কে তুলে ধরা হবে। ফুটবল কোচ সইয়দ আবদুল রহিমের (Syed Abdul Rahim) জীবনীর উপরে গড়ে ওঠা এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে (Ajay Devgn)। ছবির নাম ময়দান (Maidaan)। পরিচালনা করেছেন অমিত শর্মা (Amit Sharma)। প্রযোজনায় রয়েছেন বনি কাপুর (Boney Kapoor), আকাশ চাওলা (Akash Chawla)।

Published by:Piya Banerjee
First published:

Tags: Biopic, Bollywood